দুটি কবিতা ।। বিশ্ব প্রসাদ ঘোষ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, August 19, 2024

দুটি কবিতা ।। বিশ্ব প্রসাদ ঘোষ

 

দুটি কবিতা ।। বিশ্ব প্রসাদ ঘোষ

 

মায়াবী শব্দ


কণা কণা শিহরণ
আর কিছুটা ব্যস্ততা নিয়ে
আমার বান্ধবীরা
আমাকে দোলাচলে রেখে
সহজেই এগিয়ে যায় 
নিবিড় জীবনের দিকে---
আমি কিছু মনে করি না। 

এখনও আকাশ থেকে নেমে আসে
ভোরের স্বপ্নের মতো মায়াবী কিছু শব্দ, 
তাদের সাজিয়ে গুছিয়েই
বাকি দিনগুলি কাটিয়ে দেবো--
 
 

একটি রাত


খুব বেশি জ্যোৎস্না হলে
চা৺দ ও বেশ মিষ্টি করে হাসে, 
যেন তার একটি দায়িত্ব ছিল
পৃথিবীকে মায়াবী আলোয় ভরিয়ে দেওয়া, 
তা সুচারু ভাবে সম্পন্ন হয়েছে----

এরকম রাতে বিষন্নতা চুইয়ে চুইয়ে নামে। 
মনে পড়ে ব্যর্থতা, খুব বেশি পুরোনো
না হ ওয়া সম্পর্কের ছেড়ে যাওয়া নৌকা_
যেখানে কোনো দক্ষ মাঝি ছিল না বলে
ঘোলা জলে শুধুই ঘুরপাক খেয়েছে
দহন কাল না পেরোনো শুভ্র প্রেম _
 
                  _

বিশ্ব প্রসাদ ঘোষ, 4 স্বপ্ন নীড়, কেষ্টপুর সুকান্ত পল্লী, কলকাতা 102
ফোন নম্বর+ হোয়াটসঅ্যাপ নম্বর_9476293694 

No comments:

Post a Comment