কবিতা ।। স্বাধীনতার সুখ নিহিত স্বাধীনতায় ।। রানা জামান - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, August 19, 2024

কবিতা ।। স্বাধীনতার সুখ নিহিত স্বাধীনতায় ।। রানা জামান

স্বাধীনতার সুখ নিহিত স্বাধীনতায়

রানা জামান


স্বাধীনতার সুখ লবনের মতো
রাধুনি চৌকস হলে সালুনের স্বাদ অনুপম
ভোকাট্টা ঘুড়ির সুখ পরিসীমাহীন
চৈত্রের পুকুরে সন্তরণ ইচ্ছেমতো

উত্তাল বর্ষায় হাত-পা ছড়িয়ে ডুব-সাঁতার
সাজেকের শীর্ষে চড়ে গলা ছেড়ে চিৎকার
দরজা-জানলা খুলে নাক ডেকে ঘুম
গভীর নিশিতে প্রেমের বিহার

স্বাধীনতার সুখ শিশুর বইখাতা ছিঁড়ে ফেলার মতো
প্রক্ষালন কক্ষে হেঁড়ে কণ্ঠে গান গাওয়া
ছাত্রাবস্থায় নিষিদ্ধ বই পড়ার আনন্দ যেনো
অল্প মূল্যে ভর্তা-ভাত খেয়ে তৃপ্তির ঢেকুর

নিষিদ্ধের সীমা মেনে যা খুশি করার আনন্দ
দাবায় ঘোড়ার চালে কিস্তিমাত
সারারাত চিকামারা দেয়াল থেকে দেয়ালে
আকাশ কাঁপিয়ে শ্লোগানে মুখর দিন

সুপ্রিয় নেতাকে ভোট দানে স্বাধীনতার সুখ অনাবিল
কৌশলে ঘুষখোর ধরে ফেলা
অনৈতিক প্রস্তাবে বসের গালে সরোষে থাপ্পড়
বাসে না চড়ে মেট্রোরেলে ভ্রমণ

স্বাধীনতার আরাম নিহিত স্বাধীনতায়
শাসক কখনো স্বৈরাচার না হওয়া
প্রতিদিন ভোরে সঠিক সংবাদ পাওয়া
নির্বিবাধে শকুনের মরা পশুর মাংস ভক্ষণের মতো।

No comments:

Post a Comment