কবিতা ।। বিবর্ণ স্বাধীনতা ।। উত্তমকুমার মাইতি - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, August 19, 2024

কবিতা ।। বিবর্ণ স্বাধীনতা ।। উত্তমকুমার মাইতি


বিবর্ণ স্বাধীনতা

উত্তমকুমার মাইতি


এ কি স্বাধীনতা?
তোমার চোখে ও জল?

অথচ অনেক দিনের
পরাধীনতার মোচনে
তোমার সে কী উল্লাস,
ভেবেছিলে এবার তুমি
নিজের মতো করে বাঁচবে।

                   কিন্তু হায় -----------
যে অগণিত দেশ বাসীর জন্যে
জীবন বাজি রাখলো স্বদেশীরা
তার সুবিধা নিলে কিছু ক্ষমতা লোভী,
খুন, ধর্ষণ, তোলা বাজিতে
              জীবন আজ বিপন্ন।

শ্রান্ত,বিধ্বস্ত, একঘেয়ে ভাবে
বয়ে চলা জীবনে
          স্বাধীনতার কোন মূল্যই নেই।
স্বাধীনতা সাধারনের কাছে
আজ কেবল একটা শব্দ মাত্র।
 
=============

উত্তমকুমার মাইতি
গ্রাম-মাধবচক/পোস্ট-বিষ্ণুপুর বাজার
থানা-সবং/জেলা-পশ্চিম মেদিনীপুর
পিন-721144

No comments:

Post a Comment