হলুদখাম
পীযূষ কান্তি দাস
ভালোবেসে আস্ত পাহাড় লিখেছিলাম তোমার নামে,
কিন্তু তোমার পাই না চিঠি এখনতো আর হলুদখামে।
সময় আমার যায় কেটে যায় তোমার স্মৃতির ঊর্নাজালে,
কখন তোমায় প্রথম দেখা কোন সে যুগে কোন সে কালে।
থেকেও তুমি আমার পাশে দূর অজানায় তোমার থাকা,
আমার মনের মনিকোঠায় সকল কিছুই গুছিয়ে রাখা।
এখন যখন উতল হাওয়ায় দশটি দিশা যায় ভেসে যায়,
সত্যি জেনো বুবুক্ষু মন তেমনি আজও তোমাকে চায়।
কথার জালে বাঁধবে আবার আগে যেমন বাঁধতে তুমি,
মাথায় আবার বোলাবে হাত সোহাগ ভরে কপাল চুমি?
নিবিড় তোমার পরশ সুধা আজও আমায় তেমনি টানে,
ভেবো না এ আবোল তাবোল যা লিখলাম তোমার নামে।
আজকে যখন বেলা ফুরোয় আঁধার করে রাত্রি আসে,
হলুদখামের হাজার কথা স্মৃতির মাঝে নিত্য ভাসে ।।
=========================
Pijush Kanti Das | pijushkanti101@gmail.com
No comments:
Post a Comment