Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

ছবি
  সূচিপত্র অন্নদাশঙ্কর রায়ের সাহিত্য: সমাজের আয়না ।। বিচিত্র কুমার প্রবন্ধ ।। বই হাতিয়ার ।। শ্যামল হুদাতী কবিতায় সংস্কৃতায়ন (দ্বিতীয় ভাগ ) ।। রণেশ রায় পুস্তক-আলোচনা ।। অরবিন্দ পুরকাইত কবিতা ।। লেগে থাকা রোদ্দুরের ঘ্রাণের মতো ।। জয়শ্রী ব্যানার্জি কবিতা ।। ভুল ।। সুপ্রভাত মেট্যা কবিতা ।। উন্মেষ ।। বিশ্বজিৎ সেনগুপ্ত কবিতা ।। গার্হস্থ্য ।। বিবেকানন্দ নস্কর একগুচ্ছ বিজয়ের কবিতা ।। বিচিত্র কুমার গল্প ।। পোষ্য ভূত ।। সমীর কুমার দত্ত কবিতা ।। আশপাশ ।। প্রতীক মিত্র কবিতা ।। মেঘ ।। তীর্থঙ্কর সুমিত অণুগল্প ।। বংশীবদনের সুখদুঃখ ।। দীনেশ সরকার কবিতা ।। গভীর রাত ।। সুনন্দ মন্ডল তিনটি কবিতা ।। সুশান্ত সেন ভালোবাসার বাসা ।। মানস কুমার সেনগুপ্ত অণুগল্প ।। শিক্ষকের সম্মান ।। মিঠুন মুখার্জী কবিতা।। প্রশ্ন ।। জীবন সরখেল কবিতা ।।ক্ষরিত সে পথ ।। রহিত ঘোষাল কবিতা ।। রক্ত দিয়ে কেনা ।। মুহাম্মদ মুকুল মিয়া কবিতা ।। কংক্রিট ।। আলাপন রায় চৌধুরী ছড়া ।। শীত নেমেছে ।। রঞ্জন কুমার মণ্ডল কবিতা ।। কিছু শব্দ ।। সমীর কুমার বন্দ্যোপাধ্যায় কবিতা ।। শীতের নগ্নতা ।। রানা জামান কবিতা ।। পথ চলা ।। পাভেল আমান বেদ পু...

কবিতা ।। মেয়ে ডাক্তার খুঁজিস না ।। গীতা রাউথ

মেয়ে ডাক্তার খুঁজিস না 

গীতা রাউথ 


"মা মাগো আমি দেশসেবা করব
বীর দেশপ্রেমিকের মতো 
দরিদ্র আর্তের জন্য উৎসর্গ করব
ঘুচিয়ে দেব সকল জ্বালা ক্ষত।"

ছোট্ট মেয়ের জীবনাদর্শে মা আপ্লুত
"তোর স্বপ্ন সার্থক হোক মামি"
মা একগাল হেসে বুকে টেনে নেয়
"মৌ তুই আমাদের জীবনে সবচেয়ে দামি"।

বইয়ের পাতায় বুঁদ হয়ে কঠোর সংগ্রাম 
জীবনে এমন কিছু করতে হবে
যা মানুষকে ভগবানতুল্য করে দেয়
মেয়ে হয়েও টেক্কা দেবে সবে।

দিনরাত এক করে ঈশ্বর হওয়ার সাধনায় 
সর্বপ্রকার স্বাধীনতা ছিল তার
পিতা কখনও আক্ষেপ করে না
"মেয়ে হয়েছে আমার"।
বরং আদর যত্ন ত্যাগ তিতিক্ষা
বহুগুণে বাড়িয়ে দেন
মানব সেবক ডাক্তার হতে হবে
আপোষহীন স্বপ্নের লেনদেন।

নারী পুরুষ সমানাধিকার
এক বিংশের বাণী
মৌমিতাও টের পেয়েছে
কত সম্মানহানি।
ভগবানরূপে সেবা করে যায় 
বিনিদ্র রাত্রি
সেমিনার হলে চোখ ঢলে যায়
মৃত্যুপথের যাত্রী।

নর পিশাচ পাষণ্ড সঞ্জয়
মদ্যপ ক্ষুধার্ত হায়না 
চুল থেকে নখ সর্বাঙ্গ
রক্তস্নাত আয়না।

সমাজ বিরোধী অমানুষেরা
আজ দাপায় যত্রতত্র
ওরা হল এক দানব
নেই তাদের কোন গোত্র।
সভ্য সমাজ বুদ্ধিজীবী
বিক্রি হয়েছে টাকায়।
সম্মাননা ও মেডেল লোভে 
পিষ্ট শাসন চাকায়।
মনিপুর হাতরাস হলে এদের
রাজপথে নামে মিছিল
উচ্ছিষ্টভোজী ধিক শতাধিক
অবাঞ্ছিত আঁচিল।

দুদিন বাদে ওদের ঘরে
প্রসব তরে উঠলে ব্যথা
মেয়ে ডাক্তার খুঁজবে পথে
মুখে বলবে নীতির কথা।
যে ক্রীতদাস পদলেহন করে
বাঁচিয়ে রাখে গান-প্রাণ
সে কি করে সুরক্ষা দেবে
নারী জাতির সম্মান?

পিতামাতা আজ ক্রন্দনরত
ভূমিতে করে গড়াগড়ি 
চোখের সামনে মেয়ে ভাসে
বিক্ষত দেহ ছড়াছড়ি।


" মেয়ে তুমি তো ভোগের বস্তু 
ডাক্তার হতে যাও কেন?
তোমার শরীরই আসল দায়ী
নরক যাতনা তাই যেন।"
সমাজ মাথার বিজ্ঞকথায়
প্রশ্ন জাগে মনে
তোরা কি এমন বলতে পারবি
যদি ঘটে তোর মাতা ভগ্নীর সনে।

মেয়ে ডাক্তার খুঁজিসনা আর
বুনো গণ্ডার বেশে
মনুষ্যত্ব বিবেকহীন
দ্বিচারিতার দেশে।
 
==============

গীতা রাউথ
বারোমানিয়া,জাম্বনী,ঝাড়গ্রাম

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত