কবিতা ।। এক জাতি, এক দেশ, এক প্রাণ! ।। গোবিন্দ মোদক - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, August 19, 2024

কবিতা ।। এক জাতি, এক দেশ, এক প্রাণ! ।। গোবিন্দ মোদক


এক জাতি, এক দেশ, এক প্রাণ!

গোবিন্দ মোদক

 

দেশ আমাদের ভারতমাতা, স্বপ্ন আর আশা,

তাইতো জানাই কৃতজ্ঞতাবোধ, মমতা, ভালবাসা!

 

একদিন আমাদেরই ভুলে পরাধীন হলো দেশ,

লাঞ্ছনা-পীড়ন, অত্যাচার, শোষণের একশেষ!

 

দেশমাতৃকার শৃঙ্খল ঘোচাতে জাগল তরুণদল,

চোখে স্বপ্ন, বুকে দেশপ্রেম, বাহুতে নবীন বল!

 

সুভাষচন্দ্র, বিনয়-বাদল, দীনেশ, ক্ষুদিরাম,

দেশের জন্য বলি-প্রদত্ত রক্তে লেখা নাম।

 

সূর্যসেন, বাঘাযতীন, প্রীতিলতা, মাতঙ্গিনী,

এঁদের রক্তে স্বাধীনতা এলো, দেশ আজও ঋণী।

 

নানা ভাষা, নানা ধর্ম, নানান মতের দেশে,

পনেরই আগস্ট তেরঙাঝাণ্ডা ওড়াই ভালবেসে।

 

মনে রাখা চাই বিপ্লবীরা আজও যে বরণীয়,

এক জাতি, একতার দেশে তাঁরা চিরস্মরণীয়॥

 

===============

 

গোবিন্দ মোদক,

রাধানগর, ডাক- ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া। 

পশ্চিমবঙ্গ, ভারত, ডাকসূচক - 741103




No comments:

Post a Comment