কবিতা ।। স্বাধীনতা ।। লালন চাঁদ - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, August 19, 2024

কবিতা ।। স্বাধীনতা ।। লালন চাঁদ


স্বাধীনতা 

লালন চাঁদ



সেদিন এক বুক রক্তের বিনিময়ে 
দেশ হয়েছে স্বাধীন 
আদতে আজও আমরা কি হয়েছি স্বাধীন?

স্বাধীনতা আনতে গিয়ে ভাগ করেছি দেশ 
মা'কে করেছি টুকরো 
ছিন্ন করেছি আত্মীয়তা 
রক্তে বিষ ঢুকিয়ে দিয়ে মানুষকে করেছি ভাগ 
তাই আজ হিংসা বেড়েছে 
ঘৃণা বেড়েছে 
বেড়েছে বিদ্বেষ 

খর্ব হয়েছে মুদ্রা যন্ত্রের স্বাধীনতা 
বন্দি কলম
বোবা একঘর ঈশ্বর   

ওষ্ঠাগত প্রান্তিক মানুষ 
ঘরে ঘরে কর্মহীনতা 
ধর্ষিতা দেশ 

এই মৃত্যুপুরী আমার দেশ না 
বুঝেছি এই স্বাধীনতা কেবল ক্ষমতার হস্তান্তর 
 
--------------------------------
 লালন চাঁদ
গ্রাম + পোস্ট = কুমারগঞ্জ।
জেলা = দক্ষিণ দিনাজপুর।





No comments:

Post a Comment