স্বাধীনতা তুমি কবে বড় হবে?
শর্মিষ্ঠা মিত্র পাল চৌধুরী
১৯৪৭ এর ১৫ ই আগস্ট।
শ্রাবণের এই দিনে ভারতমাতার দীর্ঘ প্রসব যন্ত্রণার হল অবসান।
নাড়ি কেটে বের করা হলো সদ্যজাতকে।
আদরের নাম স্বাধীনতা।
রক্তমাখা স্বাধীনতার গায়ে তখনও রক্তের তামাটে গন্ধ!
সেদিন ঘরে ঘরে কত উৎসব......
নতুন অতিথি এসেছে ঘরে !
ফুল-মিষ্টি,শঙ্খধ্বনি,উলুধ্বনি কত আয়োজন!
সকলের আদরে,কোলে-পিঠে বড় হতে লাগলো স্বাধীনতা।
সবার মনে কত আশা!
এখন আর কেউ কষ্ট পাবে না ;
কেউ ঠকবে না;
ঘরে ঘরে গরম ভাতের গন্ধ ম ম করবে.....
এ যে বাঁচার মতো বাঁচা!
আজ তার ৭৭ বছর বয়স।
কিন্তু হিসেবে যেন কোথায় গোলমাল হয়ে গেছে!
পতাকা পেয়েও কাদামাটি মাখা ঠাসাঠাসি করা মানুষগুলো ফাঁকা পেটে আকাশের দিকে তাকিয়ে মৃত ঈশ্বরের কাছে অনুযোগ করে কেন?
ধুলো-মাখা শিশুগুলো ডেকে ডেকে ভিক্ষে চায় কেন?
ধর্ষিতা মেয়েগুলোর পোড়া ছাই বাতাসে ওড়ে কেন?
স্বাধীনতা, তুমি কি তাহলে উলঙ্গ রাজা ?
তুমি ফসলের মাঠে কৃষকের হাসি হতে পারোনি।
তুমি ঘামে ভেজা শ্রমিকের পেশীর বাহার হতে পারোনি।
তুমি নারীকে নিরাপত্তা দিতে পারোনি।
তুমি শিক্ষিত মেধাবীর নিয়োগপত্র হতে পারোনি।
তুমি উচ্চশিক্ষার জন্য,ভাতের জন্য প্রজন্মকে ঘরছাড়া করেছ।
অথচ, তোমাকে পাবার জন্য একদিন শিশুরা বাবার রক্তের উপরে হামাগুড়ি দিয়েছে;
ঘরে ঘরে মায়ের কোল খালি হয়ে গেছে;
কত যুবতী তার শাঁখা-পলা ভেঙে ফেলেছে!
এসবের কি কোন দাম নেই তোমার কাছে? বলো স্বাধীনতা বলো, কবে তুমি বড় হবে? দুখিনি মায়ের দুঃখ কবে ঘোচাবে?
================
Bansdroni
Kolkata 700070
No comments:
Post a Comment