Featured Post
কবিতা ।। বাংলা ভাষার মর্যাদা লুণ্ঠিত ।। দিলীপ কুমার
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
বাংলা ভাষার মর্যাদা লুণ্ঠিত
দিলীপ কুমার
বাংলা ভাষার মর্যাদা চেয়ে,
হয়েছে কত লড়াই, কত আন্দোলন।
কত তাজা প্রাণ
কত তাজা রক্তের বিনিময়ে,
পেয়েছি বাংলা ভাষার মর্যাদা।
তবুও কি চালু হল?
সর্বস্তরে বাংলা ভাষা।
অফিস আদালত হসপিটাল
যেখানেই যাই,
বাংলা ভাষাকে খর্ব করে,
আধিপত্য বিস্তার করে
আছে শুধু ইংরেজি ভাষাই।
দেখে ইংরেজি ভাষার বিস্তার
মনে লাগে বড় কষ্ট।
প্রশ্ন জাগে, এটাই কি তবে..
বাংলা ভাষা আন্দোলনের ফল!
ছি.....
বাংলা ভাষা নিয়ে এতই বড়াই করি,
বাংলা ভাষাটাকেই আজ আমরা তবে কেন?
এত অবজ্ঞা করি।
ঘটা করে একুশে ফেব্রুয়ারি দিনটিকে,
আমরা যদিও ভাষা দিবস মানি ,
বাংলা মাসের কোন তারিখ ক'জনই বা জানি।
বাংলা ভাষা নিয়ে আমরা যতই গর্ব করি,
ইংরেজিটা কে প্রাধান্য দিয়ে নিজ সন্তান সন্ততিরে,
ইংরেজি ভাষা গলাধকরণ করাতে ইংরেজি স্কুলে ভর্তি করি।
আজ সর্বস্তরে বাংলা ভাষার মান-মর্যাদা বাড়াতে হলে
বাংলা ভাষার সর্বত্র ব্যবহার করতে হবে।
বাড়বে তবেই বাংলা ভাষার মান -মর্যাদা,
তবেই হবে বাংলা ভাষার প্রতি প্রকৃত সম্মান।
তবেই হবে একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস পালন সফল,
ধন্য হবে ভাষা আন্দোলনে যারা দিয়েছিল প্রাণ।
শহীদদের আত্মবিসর্জন সেদিন ধন্য হবে
বাংলা ভাষা যেদিন ফিরে পাবে প্রকৃত মান।
ধন্য হবে ভাষা আন্দোলনের ৭৩ বছর সফল,
যেদিন বাংলা ভাষা ফিরে পাবে প্রকৃত মান সম্মান।
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন