Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

ছবি
  সূচিপত্র নিবন্ধ ।। মরিয়ম মির্জাখানি: এক অনন্য গণিতসূর্য ।। ... নিবন্ধ ।। নারী দিবসে যা ভাবা উচিত ।। বিশ্বনাথ পাল প্রবন্ধ ।। প্রাচীনকাল থেকে নারীরা অবহেলিত, বঞ্চিত,... নিবন্ধ ।। আমার চোখে আদর্শ নারী ।। জয়শ্রী বন্দ্... ফিচার।। এই মুহূর্তে বাংলা সাহিত্যে নারীদের লেখালেখ... আফ্রিকার লোককথা ।। করোটিকে বিয়ে করা অবাধ্য মেয়েটি ... ছোটগল্প ।। মানবী ।। ভুবনেশ্বর মন্ডল নিবন্ধ ।। ভারতের স্বাধীনতা আন্দোলনে অন্যতম নারী মু... নিবন্ধ ।। প্রিয় মহিলা সাহিত্যিক আশাপূর্ণা দেবী ।। ... গল্প ।। উই ওয়ান্ট জাস্টিস ।। রবীন বসু প্রবন্ধ ।। নিপীড়িতা ।। শ্যামল হুদাতী ফিচার ।। রমণী রতন ।। মানস কুমার সেনগুপ্ত প্রবন্ধ ।। নারী সমাজ : তখন-এখন ।। তপন মাইতি নিবন্ধ ।। বহমান কালের ধারায় নারী ।। দীপক পাল গল্প ।। আমার দুর্গা ।। অঞ্জনা গোড়িয়া (সাউ) গল্প ।। যোগ্য জবাব ।। সমীর কুমার দত্ত ছোটগল্প ।। আমি দুর্গাকে দেখেছি।। চন্দন দাশগুপ্ত গল্প ।। সম্পর্ক ।। গৌতম সমাজদার কবিতা।। নারী মানে ।। গোবিন্দ মোদক কবিতা।। নারী ।। সমর আচার্য্য ছড়া ।। নারী অসামান্যা ।। সৌমিত্র মজুমদার কবিতা ।। নারী দিবসে ।। বিবেকানন্দ নস্কর কবিতা ।। না...

দুটি কবিতাঃ দিবাকর মণ্ডল


কেউ কথা বলে না


কেউ কথা বলে না।

অনেক দিনের পুরনো বন্ধু চাকরি পেলে
পুরনো দিনের কথা ভুলে কেমন সরে সরে যায়,
যেমন সমুদ্রের ঢেউয়ে পায়ের নিচের বালি সরে যায়।
পায়ের নিচের ঘূর্ণি আর বন্ধুর উদ্ধত জামার কলার
মিলে মিশে একাকার হয়ে যায়।
তাই পাশ দিয়ে হেঁটে গেলে দেখেও দেখতে পায় না
চোখে চোখ পড়লেও কথা বলে না।

ছোট্ট মেয়েটা রূপকথার গল্প শুনতে শুনতে যখন হঠাৎ বড় হয়ে যায়
সেও কেমন সরে সরে যায়।
আলাদা ঘর, বাথরুম সবকিছুতেই যেন প্রাইভেসী খোঁজে।
বাবা-মা নয়, বন্ধুবান্ধবদের সঙ্গে ঠাকুর দেখতে বের হয়
কোনও কারণে তাকে বকাঝকা করলে পরে
মুখের ওপর দরজা বন্ধ করে দেয়।
খাবারের ওপর যত রাগ তাই খাবার টেবিলে আসে না
হাজার ডাকলেও সাড়া দেয় না
এমনকি কোন কথা বলে না।

যখন সময় খারাপ যায়
মাথার ঘাম পায়ে ফেলে দু-পয়সার রোজকার
জোড়া তাপ্তি দেওয়া সংসার
তখন খুব কাছের লোকগুলোও কেমন সরে সরে যায়।
চেনা পথে ঝরে পড়ে শুকনো পাতারা
আমার শরীর থেকে ঝরে পড়া ঘাম শুষে নেয় প্রখর রোদ
তখন কেউ কাছে থাকে না।
তাদের দিকে করুণভাবে চাইতে চাইতে যতই এগিয়ে যাই
তারাও ততই দূরে সরে সরে যায়।
চিৎকার করে ডাকি ওরে আয় আয়, কাছে আয়
তারা কেউ কাছে আসে না
একটিও কথা বলে না।

জেগে আছি


চোখ বন্ধ করে আছি বলে এই নয় যে, আমরা ঘুমিয়ে পড়েছি।

এই যে সাদার ওপর কালো, মুখের ওপর দাড়ি-
মাছের ওপর শাক, খুনের ওপর খুন যেভাবে ঢাকছ
আর ভাবছ সব চাপা পড়ছে
আসলে তা কিন্তু মোটেও হতে দিচ্ছি না।
সবই ক্রমশ প্রকাশ্যমান
কারণ চোখ বন্ধ করে আছি বলে এই নয় যে, আমরা ঘুমিয়ে পড়েছি।

এই যে রঙের ওপর রঙ, জাতের ওপর জাত, ধর্মের ওপর ধর্ম
চাপা দিতে দিতে পেরিয়ে যাচ্ছ সহ্যের শেষ সীমা
সেখানে আমাদের শক্ত খুঁটি বাঁধা আছে
সেখানে আমরা কিন্তু জেগে উঠব প্রচণ্ড সংহার মূর্তিতে।

চেয়ে দেখ স্লোগান, ছাত্র আন্দোলন
মিছিলে পোস্টারে ছয়লাপ বিদ্রহের আগুন লিখন
কার স্পর্ধা দেখি এবার অত্যাচারের সীমা ছাড়ায়
শতাব্দী প্রাচীন স্কুলে সরস্বতী পূজা বন্ধ করায়
স্কুলে ঢুকে পুলিশের দলাদলি ছাত্রের পেটে গুলি
না না এসব আর সইব না বেশিদিন
জেগে উঠছি প্রচণ্ড রুদ্র রোষে
আমাদের চোখে আগুন
দাবানলের মত ঠিকরে পড়বে চারিদিকে।

=================================

Dibakar Mondal
C/O- Samir Mondal
Vill- Mathurapur East
P.O.& P.S.-Sonarpur
Kolkata- 700150

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল