তমোঘ্ন নস্করের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, December 17, 2018

তমোঘ্ন নস্করের কবিতা




            পরান মাঝি

         

স্বপ্নের চোখজুড়ে নামে বিশাল পূর্ণিমার নদী
........জলের গাঢ় আওয়াজে
পরান পাল কাটে.....
উল্টো মুখো চলেছে ডিঙি .....
জ্যোত্স্না মাখছে তার নিয়তি শরীর....প্রাণ ভিজছে সুরে আর সুরায়.....
জন্মের গামছা মাথায় বেঁধে

পোড়া বিড়ির পুনরাগুনে গাইছে লালনের গান ....
ছল ছল নদীর বুকে দাঁড়িয়ে
মনে হয় এখনও তার মীরা মাঝরাতে চাঁদের অভিসারে 
স্পট সুরে নিমগ্ন ভজন এ ডুবেছে......

জঙ্গলের জীবন থেকে এভাবেই সে গেয়ে যায় প্রতিরাতে জীবনের দেয়া নেয়ার গান।
এভাবেই দাঁড় বাইতে বাইতে কখন যে পরানের পরান ছুটি নেবে নিরুদ্দেশে কে জানে!! 
মীরা হয়তো সাত সুরের জাল ফেলেও ধরতে পারে স্পন্দনহীন পরান কে.....

1 comment:

  1. পড়ুন । সবার শুভ বার্তা শুনতে চাই। সঙ্গে থাকুন পড়ুন

    ReplyDelete