১০ম সংখ্যাঃ সম্পাদকীয় ও সূচিপত্র - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, December 17, 2018

১০ম সংখ্যাঃ সম্পাদকীয় ও সূচিপত্র




ব্লগ-নবপ্রভাত

১০ম  সংখ্যা

পৌষ ১৪২৫ # ডিসেম্বর ২০১৮

**********

: সম্পাদকীয় :

ব্লগ-নবপ্রভাত ১০ম সংখ্যা প্রকাশিত হল।  আপনাদের মতামত পরামর্শ সমালোচনা পেলে আগামীর পথ নির্ধারণ সহজ হবে।
সবাইকে ইংরেজি বছর শেষের ঐকান্তিক শ্রদ্ধা ভালবাসা ও শুভেচ্ছা জানাই। ভাল থাকুন। সৃজনে থাকুন।
নিরাশাহরণ নস্কর
১লা পৌষ ১৪২৫ 

সূচিপত্র  

 প্রবন্ধ:
 রণেশ রায়

গল্প/অণুগল্প:
পারিজাত  মৌমিতা ঘোষাল  সন্তু চ্যাটার্জি   দীনমহাম্মদ সেখ  অভিজিৎ মণ্ডল  সোমনাথ বেনিয়া  স্বরূপা রায়

মুক্তগদ্য:

সুমন কল্যাণ  বিদিশা দাস

 কবিতা/ছড়া:
অরবিন্দ পুরকাইত  জগবন্ধু হালদার  অমৃতা বিশ্বাস সরকার  কৌশিক বড়াল  সায়ন মোহন্ত  কান্তিলাল দাস  তাপসী লাহা  লিপি ঘোষ হালদার  অ-নিরুদ্ধ সুব্রত  রণবীর বন্দ্যোপাধ্যায়  নিসর্গ নির্যাস মাহাতো   আরিয়ান প্রিয়স পাল  চৌধুরী নাজির হোসেন  দিবাকর মণ্ডল  সবিতা বিশ্বাস  জীবন কৃষ্ণ দে  রমেশ দাস   প্রণব কুমার চক্রবর্তী  প্রসুন কুমার মন্ডল  সুবীর হালদার  শংকর হালদার  সুদীপ্ত বিশ্বাস  বলাই দাস  সজল কুমার টিকাদার  স্বরূপ মুখার্জ্জী মোনালিসা পাহাড়ী  সোহিনী সামন্ত  রিঙ্কু মণ্ডল  চন্দ্রাবলী  খগপতি বন্দ্যোপাধ্যায়  নারায়ণ প্রসাদ জানা  কৃষ্ণেন্দু দাসঠাকুর  মৈনাক চক্রবর্ত্তী  তরুনার্ক লাহা  স্বপন কুমার বিজলী   দুর্গা চরণ ঘোষ  রীনা তালুকদার  শেখ সামসুল হক   শুভাশিস দাশ  শ্যামাপদ মালাকার  ইতিকা বিশ্বাস   সুনন্দ মন্ডল  গৌর গোপাল সরকার চন্দন মিত্র কবিতা ভট্টাচার্য  তনুশ্রী পাল  তমোঘ্ন নস্কর  সুমন নস্কর  চিরকুট  দুলাল সুর  সন্দীপ পাল।



No comments:

Post a Comment