ইতিকা বিশ্বাসের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, December 17, 2018

ইতিকা বিশ্বাসের কবিতা




"নবান্ন এসে গেছে"

.....................................................................

নবান্ন এসে গেছে আগমনী পাকা সোনালী ধানে
ঘরে ঘরে আনন্দে শিশু কচি বৃদ্ধ হাসে
এসেছে সোনার ফসল স্বপ্নের সফলতা
কষ্টের ঘাম ঝড়িয়ে এসেছে স্বাচ্ছলতা।

অগ্রহায়ন পৌষ জুরে নবান্নের ঘনঘটা
নতুন ধানের চালে পিঠেপুলি মিষ্টান্ন পায়েস
সাথে আছে ঝোলা গুড় যায় পাওয়া শীতে খেজুরের রস
নলীন গুড়ের পায়েস বললেই মুখে আসে জল
নবান্ন এসে গেছে সোনালী ধান আমাদেরই বল।

বাড়ি বাড়ি হৈ চৈ উচ্ছাসের কোলাহল
আগমনী নবান্নে মেতেছি আমরা সবাই
ভরসার হাত আমাদের চাষের ফসল...
তাই চেয়ে থাকা আসবে কখন নবান্নের মাস
জমা কষ্ট যাবে ঘুচে ঋনের বোঝা হবে পরিশোধ
সব ধার দেনা মিটিয়ে জাগাবো আত্মবোধ।

   ===============

     Address :Etika Biswas 
      Rly-qtr No-'7A'
    Adisaptagram Railway station 
    P.O :Adcconagar 
    Dist :Hooghly 
    W.B (India) 
    Pin No - 712121 
                    

No comments:

Post a Comment