জীবন কৃষ্ণ দে-র কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, December 17, 2018

জীবন কৃষ্ণ দে-র কবিতা



          "সাক্ষী"


বৃক্ষ এক কানন মাঝে সাক্ষী ধরাতলে,
লক্ষ প্রেম লভে মোক্ষ, লক্ষ রসাতলে।

হরষে সেথা অভিসারিকা চুমে ওষ্ঠাধর,
কভু দ্বন্দ্ব বিষাদ রচি ফেরে আপন ঘর।
আঙুল কভু থমকি চলে প্রেমালাপের কেশে,
কভু হরিণী হানে চাহনি অনাবদারে ভেসে।
সাহসে কভু আলতো ছোঁয়া দেহতে মেশে দেহ,
সে বেদনার লাজে লজ্জা মরমে ঢাকে কেহ।
কোন্ সে কালে আদম-ইব বন্য প্রেমে মাতে,
একই ধারে বহিছে ধারা, মরণ অপঘাতে!

সাক্ষ্যবাহী বটবৃক্ষ সহিতে নারে আর,
কদর্যতা আঘাত হানে অন্তরেতে তার।
একদা এক বয়ঃবৃদ্ধ যুগলে সেথা আসে,
বিটপী শাখে প্রস্ফুটিত কুসুমদল হাসে।
কলকাকলি আর অলিতে ভরা কানন সেই,
সেদিন পরে প্রীতিকথন আর তো কভু নেই।
বৃক্ষ কাঁদে অঝোর ধারে হেন সাক্ষী আমি,
প্রেম ছাড়া কি কিছু আছে জগতে মহা দামি?

আজিকে পুনঃ কানন হাসে নবাঙ্কুর তরে,
বটের ঝুরি প্রেম কুড়োবে শতেক যুগ পরে!
মানবী নয়, কপোত দোঁহে করিছে প্রেম পান,
আজীবনের সুখ-দুঃখ, আর কত কী গান!
বৃক্ষশাখে প্রীতির নীড়ে রহিবে বহুদিন,
অনাবিলের পরশ লভি কদর্যতা হীন।
পিরিতি যেন এমন ধারে যুগান্তরে বায়,
বৃক্ষবর সাক্ষ্য দেবে শ্রেষ্ঠ প্রেম গায়।

             **********


কলমে : জীবন কৃষ্ণ দে
গ্রাম : ভাকুড়ী (নেতাজিপল্লি)
পোস্ট : চালতিয়া
থানা  : বহরমপুর
জেলা : মুর্শিদাবাদ


No comments:

Post a Comment