খগপতি বন্দ্যোপাধ্যায়ের ছড়াক্কা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, December 17, 2018

খগপতি বন্দ্যোপাধ্যায়ের ছড়াক্কা

        শীতের মজা 

            
 ( ১) 

শীত এসে বলে, চলো পিকনিক করি
সব কাজ তুলে রেখে
সোনা রোদ গায়ে মেখে
নদী তীরে ভূরিভোজ
হবে না তো রোজ রোজ
বড়দিন এসে গেছে হবে মজা ভারি।

                    (২)
শীতকাল সারাবেলা করি শুধু খেলাধূলা
দাও গোল ফুটবলে
মারো ছয় ব্যাট বলে
মার্বেল ডাংগুলি
পড়া নয় শুধু খেলি
সাঁঝবেলা টুসু গান, মুড়ি আর কাঁচা মূলা।

                     (৩)
শীতের দুপুর মিঠে রোদ্দুর পিঠ ভরা এলো চুল
জুটেছে মেয়েরা নিকানো উঠানে
আসন বিছিয়ে বসেছে যতনে
কেউ মেতে আছে পি এন পি সি তে
কেহবা দিতেছে সিঁদুর সিঁথিতে
কেহবা আবার বাছিছে উকুন, দিদি শুধু বোনে উল।

                       (৪)
দুপুর বেলায় পেটে ভরে ভাত ডাক দেয় দাদা দুখুরে
চল যাই ওরে
তাসের আসরে
শাল সোয়েটার
টুপি মাফলার
কাঁধেতে ঝুলিয়ে, মুখে ভরে পান পিঠ দিয়ে সোনা রোদ্দুরে।

                        (৫)
এলো রে শীতের বেলা কুয়াশায় মুখটি রাখি 
শুয়ে থাক লেপটি ঢেকে
ছাদে স্নান রোদটি মেখে
যাবি চল চিড়িয়াখানা
সেথা নেই রাঙতে মানা
দেখো রে হরেক মেলা, কত পরিযায়ী পাখি।
=============================


মালঞ্চ, বাঁকুড়া, ৭২২১০১

No comments:

Post a Comment