অভিমানী
নদী, তুমি কি সেই একই রকম অভিমানী থাকবে..
খাওয়া দাওয়া শেষ, দুপুরের ঝগড়ার দাগ,
তোমার ভ্রুকুটি আর লাল গালে লেগে আছে
পাশ ফিরা ঘুম ভেঙেছে অনেকক্ষন
এখন সন্ধ্যা এলোথেলো চুলের জটে লেগে আছে
দুহাতে চুল মুড়ে খোপা বেধে পরিপাটি
চায়ের জলে ধোয়া উড়ছে রান্নাঘরে
নদী, তুমি কি সেই একই রকম অভিমানী থাকবে..
চায়ের টেবিলে রেখেছো, তবে এখনো চুপ চাপ
শাড়ী পড়েছ যত্ন করে, টিপ পড়েছ কপালে
শাড়ী পড়ে তোমাকে আজ বেশ লাগছে
কেন জানিনা শরীর আজকে আদর চাইছে
যেমনটা রোজ রাতে চায়, প্রতি ঝগড়ার শেষে
নদী, তুমি কি সেই একই রকম অভিমানী থাকবে..
=============================
ঠিকানা: মৈনাক চক্রবর্ত্তী, ১৯১|৪ অশোকনগর, পোষ্ট অশোকনগর, উত্তর ২৪ পরগনা, ডাক সূচক- ৭৪৩২২২
মুঠোফোন: ৭৮৬৫৯৪১৭৬২
ই-মেল: uropahar@gmail.com
No comments:
Post a Comment