রমেশ দাসের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, December 17, 2018

রমেশ দাসের কবিতা


    অভাব মোচন

                        
       
 যেদিন তুমি বলবে আমায়
উঠো উঠো হয়ে গেছে সকাল;
সহস্র ডাকে সাড়া পাবেনা তুমি
জানব না তখন কোনটি কি কাল।
যাবে ছেড়ে জীবন দেবতা মোরে
নিভে যাবে মোর জীবন প্রদীপ।
তখন শুধু বলে যাবে তুমি -
কেনো ? কেনো নিভালি প্রদীপ ?
তখন তো পারবোনা যে বলতে
মিলিতে পারে বেদনা জবাবে;
সে টা যে মানুষের বড় অভাব
তোমাদের ভালোবাসা অভাবে।

===========================

  রমেশ দাস
 কান্দি , ভোলানাথপুর , মুর্শিদাবাদ
               



No comments:

Post a Comment