Featured Post

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

ছবি
  এই সংখ্যায় একটি গ্রন্থ আলোচনা ও একটি ধারাবাহিক রচনা ছাড়া সব লেখাই ভাষা দিবস, মাতৃভাষা, ভাষাচেতনা ও ভাষা সমস্যা বিষয়ক রচনা। লেখাগুলি এই সংখ্যাকে অনেকটাই সমৃদ্ধ করেছে। পড়ুন। শেয়ার করুন। মতামত জানান। লেখকগণ নিজের নিজের লেখার লিঙ্ক শেয়ার করুন যতখুশি, যে মাধ্যমে খুশি। কিন্তু স্ক্রিনশট শেয়ার নৈব নৈব চ!  অন্য বিষয়ের লেখাগুলি আগামী সংখ্যার জন্য রইল।  সকলকে ধন্যবাদ, অভিনন্দন। ভালো থাকুন।   --সম্পাদক, নবপ্রভাত। ==  সূ  চি  প  ত্র  == প্রবন্ধ-নিবন্ধ অমর ২১শে ফেব্রুয়ারি বাঙ্গালীর বাংলা ভাষা দুর্জয় দিবস।। বটু কৃষ্ণ হালদার ভাষা শহীদদের পঁচাত্তর বছর।। অনিন্দ্য পাল একুশে ফেব্রুয়ারি : বাঙালির শ্রেষ্ঠ অশ্রুবিন্দু।। জীবনকুমার সরকার কবিগানের সাহিত্যিক ও সমাজতাত্ত্বিক মূল্য।। বারিদ বরন গুপ্ত বিপন্ন মাতৃভাষা ও সংস্কৃতি।। শ্যামল হুদাতী মায়ের দুধ আর মাতৃভাষা।। প্রদীপ কুমার দে একুশে ফেব্রুয়ারি : কিছু কথা।। বনশ্রী গোপ বাংলায় কথা বাংলায় কাজ।। চন্দন দাশগুপ্ত বিপন্ন মাতৃভাষা ও তার মুক্তির পথ।। মিঠুন মুখার্জী. হে অমর একুশে, তোমায় ভুলিনি, ভুলব না।। মহম্মদ মফিজুল ইসলা...

দুটি কবিতাঃ দিবাকর মণ্ডল


কেউ কথা বলে না


কেউ কথা বলে না।

অনেক দিনের পুরনো বন্ধু চাকরি পেলে
পুরনো দিনের কথা ভুলে কেমন সরে সরে যায়,
যেমন সমুদ্রের ঢেউয়ে পায়ের নিচের বালি সরে যায়।
পায়ের নিচের ঘূর্ণি আর বন্ধুর উদ্ধত জামার কলার
মিলে মিশে একাকার হয়ে যায়।
তাই পাশ দিয়ে হেঁটে গেলে দেখেও দেখতে পায় না
চোখে চোখ পড়লেও কথা বলে না।

ছোট্ট মেয়েটা রূপকথার গল্প শুনতে শুনতে যখন হঠাৎ বড় হয়ে যায়
সেও কেমন সরে সরে যায়।
আলাদা ঘর, বাথরুম সবকিছুতেই যেন প্রাইভেসী খোঁজে।
বাবা-মা নয়, বন্ধুবান্ধবদের সঙ্গে ঠাকুর দেখতে বের হয়
কোনও কারণে তাকে বকাঝকা করলে পরে
মুখের ওপর দরজা বন্ধ করে দেয়।
খাবারের ওপর যত রাগ তাই খাবার টেবিলে আসে না
হাজার ডাকলেও সাড়া দেয় না
এমনকি কোন কথা বলে না।

যখন সময় খারাপ যায়
মাথার ঘাম পায়ে ফেলে দু-পয়সার রোজকার
জোড়া তাপ্তি দেওয়া সংসার
তখন খুব কাছের লোকগুলোও কেমন সরে সরে যায়।
চেনা পথে ঝরে পড়ে শুকনো পাতারা
আমার শরীর থেকে ঝরে পড়া ঘাম শুষে নেয় প্রখর রোদ
তখন কেউ কাছে থাকে না।
তাদের দিকে করুণভাবে চাইতে চাইতে যতই এগিয়ে যাই
তারাও ততই দূরে সরে সরে যায়।
চিৎকার করে ডাকি ওরে আয় আয়, কাছে আয়
তারা কেউ কাছে আসে না
একটিও কথা বলে না।

জেগে আছি


চোখ বন্ধ করে আছি বলে এই নয় যে, আমরা ঘুমিয়ে পড়েছি।

এই যে সাদার ওপর কালো, মুখের ওপর দাড়ি-
মাছের ওপর শাক, খুনের ওপর খুন যেভাবে ঢাকছ
আর ভাবছ সব চাপা পড়ছে
আসলে তা কিন্তু মোটেও হতে দিচ্ছি না।
সবই ক্রমশ প্রকাশ্যমান
কারণ চোখ বন্ধ করে আছি বলে এই নয় যে, আমরা ঘুমিয়ে পড়েছি।

এই যে রঙের ওপর রঙ, জাতের ওপর জাত, ধর্মের ওপর ধর্ম
চাপা দিতে দিতে পেরিয়ে যাচ্ছ সহ্যের শেষ সীমা
সেখানে আমাদের শক্ত খুঁটি বাঁধা আছে
সেখানে আমরা কিন্তু জেগে উঠব প্রচণ্ড সংহার মূর্তিতে।

চেয়ে দেখ স্লোগান, ছাত্র আন্দোলন
মিছিলে পোস্টারে ছয়লাপ বিদ্রহের আগুন লিখন
কার স্পর্ধা দেখি এবার অত্যাচারের সীমা ছাড়ায়
শতাব্দী প্রাচীন স্কুলে সরস্বতী পূজা বন্ধ করায়
স্কুলে ঢুকে পুলিশের দলাদলি ছাত্রের পেটে গুলি
না না এসব আর সইব না বেশিদিন
জেগে উঠছি প্রচণ্ড রুদ্র রোষে
আমাদের চোখে আগুন
দাবানলের মত ঠিকরে পড়বে চারিদিকে।

=================================

Dibakar Mondal
C/O- Samir Mondal
Vill- Mathurapur East
P.O.& P.S.-Sonarpur
Kolkata- 700150

মন্তব্যসমূহ

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

উৎসবের সৌন্দর্য: সেকালে ও একালে।। সৌরভ পুরকাইত