আসন্ন সংখ্যার প্রচ্ছদ বিষয়ঃ
"হারানো-প্রাপ্তি-প্রত্যয়"
# ফেলে আসা বছরটাতে আমরা হারিয়েছি বহু কিছু; আবার প্রাপ্তির ভাণ্ডারও শূন্য নয়। আর এই হারানো-প্রাপ্তির মধ্য দিয়ে এক প্রত্যয়দীপ্ত স্বপ্নময় আলোকপথে আমাদের জীবনের অভিযাত্রা। এসব কিছুর মধ্য দিয়ে চলুক আপনার কলম। লিখুন হারানোর বেদনাময় স্মৃতিকথা অথবা প্রাপ্তির উচ্ছ্বাসপূর্ণ শব্দবন্ধ বা প্রত্যয়ী জীবনকথা।
# পাঠাতে পারেন ২০১৮তে প্রয়াত শ্রদ্ধেয় রমানাথ চৌধুরী, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, মৃণাল সেন প্রমুখ বিশিষ্ট ব্যক্তিদের প্রতি শ্রদ্ধাঞ্জলিজ্ঞাপক লেখা। বা প্রবন্ধ।
# আপনার ব্যক্তিজীবনের হারানো-প্রাপ্তি-প্রত্যয়ের ভাষ্যরূপও পাঠাতে পারেন।
নিম্নোক্ত নিয়মগুলো পড়ে সেই মতো লেখা দিতে অনুরোধ জানাই।
১। নির্ধারিত বিষয়ভিত্তিক প্রবন্ধ, মুক্তকথা, অণুগল্প, কবিতা, ছড়া ইত্যাদি পাঠান। (অন্য বিষয়ের লেখাও পাঠানো যাবে।)
২। তবে নির্ধারিত বিষয়ভিত্তিক লেখা অগ্রাধিকার পাবে।
৩। একমাসে একজন লেখক একটি মেল পাঠান। একাধিক লেখা দিলে একই মেলে দিন।
৪। লেখা
মেলবডিতে লিখে বা পেস্ট করে পাঠান। সঙ্গে ঠিকানা ও চলভাষ নম্বর দিন।
(একান্ত
প্রয়োজন না হলে word ফাইল attach না করাই ভালো।)
৫। নিজের একটি ছবি attach করে পাঠান। (লেখার সঙ্গে সম্পর্কিত প্রাসঙ্গিক ছবিও attach করে পাঠাতে পারেন; আবশ্যিক নয়।)
৬। সাবজেক্ট লাইনে
লিখুন-- নিজের নামের সঙ্গে লেখার শ্রেণি। যেমন: জগবন্ধু হালদারের কবিতা, অরবিন্দ পুরকাইতের প্রবন্ধ, চন্দন মিত্রের মুক্তগদ্য, প্রিয়ব্রত দত্তের গুচ্ছকবিতা, বিশ্বনাথ প্রামানিকের অণুগল্প, অবশেষ দাসের ছড়া ইত্যাদি।
৭। লেখার মধ্যে অকারণ কোনো চিহ্ন (যেমন- @ # $ % ^ &
* // ইত্যাদি) ব্যবহার করবেন না।
৮। লেখার মধ্যে যতিচিহ্নের (। , ; : " '
? ইত্যাদির) আগে স্পেস দেবেন না, পরে দিন। অনেকে উল্টোটাই করেন, সারতে সময় লাগে।
- লেখা পাঠানোর শেষ তারিখঃ ১০ জানুয়ারি ২০১৯
(একান্ত প্রয়োজন না হলে word ফাইল attach না করাই ভালো।)
No comments:
Post a Comment