সোমনাথ বেনিয়ার অণুগল্প - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, December 17, 2018

সোমনাথ বেনিয়ার অণুগল্প


শাব্দিক


- টপ
- টপ
- টপ
অসহ‍্য এই শব্দ। বিরক্তকর ছোট্ট, অথচ মারাত্মক তীব্রতায় উচ্ছ্বল এই আওয়াজ। প্রতিরাতে এক ঘটনা। অলোকের স্নায়ুর প্রতিটি কোষে চরম আঘাত আনে এই শব্দ যার অনুরণন ঘুমের দফারফা করে দিয়ে যেন অট্টহাস‍্যে মেতে ওঠে। যদিও সকালে তার‌ই ভরপুর শীতল শরীরে মুখ ধুয়ে তৃপ্ত হয় অলোক।
                 আলগা হয়ে যাওয়া কলের মুখের নিচে মগ বসিয়ে রাখে অলোক। টপ ...টপ ...টপ, ঘুম নেই; বেশ কিছুক্ষণ পর শব্দ নেই, ঘুম; পূর্ণতা এক সময় ...

            ================

সোমনাথ বেনিয়া
১৪৮, সারদা পল্লি বাই লেন
ডাক + থানা - নিমতা
জেলা - উত্তর ২৪ - পরগনা
কলকাতা - ৭০০ ০৪৯.

No comments:

Post a Comment