পৌষের ছড়া
--------
--------
শীত মানে তো পৌষ মাস
পৌষ মানেই শীত
এই পৌষের মিষ্টি রোদে
গাই যে পিঠের গীত !
পৌষ মানেই খেজুর রসে
ভিজিয়ে নেয়া মুখ
নলেন গুড়ের পায়েস খেতে
তেমনি স্বাদু সুখ !
পাটি জোড়া পিঠের বাহার
পৌষ মানে সব
বনভোজন-এ পৌষ মানে
শ্রেষ্ট এক উৎসব !
----------------------------------
পৌষ মানেই শীত
এই পৌষের মিষ্টি রোদে
গাই যে পিঠের গীত !
পৌষ মানেই খেজুর রসে
ভিজিয়ে নেয়া মুখ
নলেন গুড়ের পায়েস খেতে
তেমনি স্বাদু সুখ !
পাটি জোড়া পিঠের বাহার
পৌষ মানে সব
বনভোজন-এ পৌষ মানে
শ্রেষ্ট এক উৎসব !
----------------------------------
শুভাশিস দাশ
দিনহাটা
কোচবিহার
No comments:
Post a Comment