তাপসী লাহার কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, December 17, 2018

তাপসী লাহার কবিতা




সমর্পণ
-----------



অবিকল ভুলজন্মের মতো সন্ধ্যেরা,


অস্পষ্ট  হাতছানিতে  মিশে যায়  মানবিক স্বগতোক্তি,
আশ্বাস বিহীন  সন্ধ্যারা নেমে আসে কৌতুহলী পড়শির ন্যায়;
সাঁঝভরসার পালে ভরসারা ডিঙির মতন ---

ওঠানামা চলে।


নিজের কাছে আত্মগোপনেরা
 বিকল্পরুপ খোঁজে।
পরতে পরতে  তখন আঁকড়ে ধরার গান
নিঃশর্ত সমর্পণ  বোঝে।

==============================


     তাপসী  লাহা



No comments:

Post a Comment