চন্দন মিত্রের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, December 17, 2018

চন্দন মিত্রের কবিতা


মরার সময় একটি সেলফি দিয়ে যাব  



এই যে তুমি জ্বরের ঘোরে মাঝরাতে আছাড় খেলে
তোমাকে তুলে না-ধরলে উঠতেই পারতে না

এই যে তুমি জাতীয় সড়কে ডিগবাজি খেয়ে আট-দশটা 
উঠে দাঁড়িয়ে ধুলোরক্ত ঝেড়েমুছে সবাইকে অবাক করে দিলে 
হেলমেট না-থাকলে হয়তো শুয়েই থাকতে রাস্তায়

এসব জানকারি ফেসবুকে দিলেই না ফলে কেউ জানলই না 
লাইক দিল না উহু দিল না লাভ দিল না স্যাড দিল না
তুমি বোকার মতো বাঘবন্দি খেলা খেলে গেলে বউয়ের সঙ্গে

কেউ দেখতে এল না 
পাশের বাড়ির না তার পরের বাড়ির না কাছের কেউ না দূরের কেউ না 

এখন কেউ ফেসবুক ছাড়া কিছুই শুনতে পাই না দেখতে পাই না
ভাবছি মরার সময় একটি সেলফি দিয়ে যাব ...

===============================

চন্দন মিত্র
ভগবানপুর ( হরিণডাঙা ) , ডায়মন্ড হারবার , দক্ষিণ চব্বিশ পরগনা


No comments:

Post a Comment