বলাই দাসের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, December 17, 2018

বলাই দাসের কবিতা


 " আমার সোনা গাঁ " 

 ~~~~~~~~~~~~~~~~~~~


মেঘ রোদ্দুর শিশির ভেজা আমার সোনা গাঁ
যাবে তুমি তুতুল সোনা? ডাকছে আমার মা। 
সবুজ বরন সজনে পাতা কলকে ফুলের দুল 
দিঘী ভরা জলের রাশি পদ্ম-শালুক ফুল
মিষ্টি সুরে দোয়েল- কোয়েল গাইছে মিলন গান
নদীর বুকে বর্ষাকালে আসে সুখের জোয়ার বান 
গাছের ছায়ায় পথিক সুজন বিশ্রাম নেয় বসে
রাখালিয়া বাঁশির সুরে দশদিক যায় ভেসে
সন্ধ্যাবেলায় শঙ্খ বাজে প্রদীপ জ্বলে গাঁয়ে 
ঝোপেঝাড়ে জোনাকজ্বলে যেন পাহাড়হিমালয়ের
আকাশ থেকে চন্দ্র তারা খুশির আলো ছড়ায় 
ছুটির দিনে মন ছুটে যায় বকুল শিমুল তলায় 
এমনি তার স্নেহ মায়া যেন মমতাময়ী মা 
নাড়ির টানে জড়িয়ে আছে আমার সোনা গাঁ 
পৌষ সংক্রান্তি মকর পরব পিঠে পায়েস পুলি
বছর বছর এই আনন্দ কি করে বা ভুলি
উঠোন ভরা আলপনা লক্ষীমায়ের পদচিহ্ন
ধানেরগোছা খামার পূজা সেই দৃশ্য এক ভিন্ন
বন্ধু-বান্ধ, আত্মীয়- স্বজন মহা  মিলন পর্ব
আদর স্নেহ আশীর্বাদে হৃদয় ভরা গর্ব। 
শহর- বিদেশ সেখানে রই একবার হলে আসি 
যায় না ভোলা সোনার গাঁকে মনে-প্রাণে ভালোবাসি। 
                  ~~~~~~~~~~~~~~


 নামঃ--বলাই দাস,  আরবদেশ কুয়েত। 
                 ============          
                    
                 

No comments:

Post a Comment