Featured Post

"নবপ্রভাত" ৩০তম বর্ষপূর্তি স্মারক সম্মাননার জন্য প্রকাশিত গ্রন্থ ও পত্রপত্রিকা আহ্বান

ছবি
  "নবপ্রভাত" সাহিত্যপত্রের ৩০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আমরা নির্বাচিত কয়েকজন কবি-সাহিত্যিক ও পত্রিকা সম্পাদককে স্মারক সম্মাননা জানাতে চাই। শ্রদ্ধেয় কবি-সাহিত্যিক-নাট্যকারদের (এমনকি প্রকাশকদের) প্রতি আবেদন, আপনাদের প্রকাশিত গ্রন্থ আমাদের পাঠান। সঙ্গে দিন লেখক পরিচিতি। একক গ্রন্থ, যৌথ গ্রন্থ, সম্পাদিত সংকলন সবই পাঠাতে পারেন। বইয়ের সঙ্গে দিন লেখকের/সম্পাদকের সংক্ষিপ্ত পরিচিতি।  ২০১৯ থেকে ২০২৪-এর মধ্যে প্রকাশিত গ্রন্থ পাঠানো যাবে। মাননীয় সম্পাদকগণ তাঁদের প্রকাশিত পত্রপত্রিকা পাঠান। সঙ্গে জানান পত্রিকার লড়াই সংগ্রামের ইতিহাস। ২০২৩-২০২৪-এর মধ্যে প্রকাশিত পত্রপত্রিকা পাঠানো যাবে। শুধুমাত্র প্রাপ্ত গ্রন্থগুলির মধ্য থেকে আমরা কয়েকজন কবি / ছড়াকার / কথাকার / প্রাবন্ধিক/ নাট্যকার এবং সম্পাদককে সম্মাননা জ্ঞাপন করে ধন্য হব কলকাতার কোনো একটি হলে আয়োজিত অনুষ্ঠানে (অক্টোবর/নভেম্বর ২০২৪)।  আমন্ত্রণ পাবেন সকলেই। প্রাপ্ত সমস্ত গ্রন্থ ও পত্রপত্রিকার পরিচিতি এবং বাছাই কিছু গ্রন্থ ও পত্রিকার আলোচনা ছাপা হবে নবপ্রভাতের স্মারক সংখ্যায়। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ঠিকানাঃ নিরাশাহরণ নস্কর, সম্পাদকঃ নব

রণবীর বন্দ্যোপাধ্যায়ের কবিতা


আকাশতলার গান !!


আকাশতলায় ঘর যে আমার ,
ক্ষেপা বাউল ভাই ;
একতারাতে সুরটি তুলে -
ছুটি কখন কখন নাচি -
আমার কোনো ঠিকানা যে নাই ।।

ওই যে ভাসে নীল আকাশে
সাদা মেঘের দল ,
ওদের মতোই আমার যাওয়া আসা
আমার যে ভাই এই পথেতেই বাসা ।।

বাস যে ছিল গাঙের পারে -
ফলতো আমার মাঠে সোনা ;
হঠাৎ সেদিন আকাশ হলো কালো -
পাড় ভেঙে নদ ভাঙলো যে ঘর ,
শ্রাবণ - ধারা ঝরলো অঝোর ধারে ।।

পথই আমায় নিল তো ডেকে
ঘর যে দিলো ফাঁকি ,
জুটে সব ঘরছাড়াদের দলে -
আপন মনেই ভেসে চলি ,
এই যে বিরাট আকাশতলে ।।

দীঘির জলে ছায়া ফেলে
ওই যে আকাশ নীল , ওই তালের সারি ,
আর ওই যে কাঁপে তির- তির বাঁশের পাতা -
গ্রামের শেষে , ওই যে আমের বন -
বলে এইখানেতে ঘর তোমার এইখানেতেই বাড়ী ।।

বাউলের গান গেয়ে আজ জোটাই অন্ন দুটি ,
তারা ভরা আকাশতলায় , ঝিঁঝিঁ ডাকা রাতে -
খোলা উঠোন নয়ত গাছের তলে -
মেঘের মতো স্বপ্নগুলো আসে
হারানো সেই ভাঙ্গা ঘরের কথাই বলে ।।

                          ============
                                     

                        









মন্তব্যসমূহ

নবপ্রভাত সম্মাননা ২০২৪

নবপ্রভাত সম্মাননা ২০২৪

জনপ্রিয় লেখা

মুদ্রিত নবপ্রভাত বইমেলা 2024 সংখ্যার জন্য লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৭তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩০ সেপ্টেম্বর ২০২৩

কবিতা ।। বসন্তের কোকিল তুমি ।। বিচিত্র কুমার

কোচবিহারের রাস উৎসব ও রাসমেলা: এক ঐতিহ্যবাহী অধ্যায় ।। পার্থ সারথি চক্রবর্তী

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৪তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩১ এপ্রিল ২০২৪

অনুভবে, অনুধ্যানে অনালোকিত কবি গিরীন্দ্রমোহিনী দাসী ।। সুপ্রিয় গঙ্গোপাধ্যায়

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৬৬তম সংখ্যা ।। ভাদ্র ১৪৩০ আগস্ট ২০২৩