স্বরূপ মুখার্জ্জীর কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, December 17, 2018

স্বরূপ মুখার্জ্জীর কবিতা


1. অনেকটা কবিতার মতো

——————————————————————
শাল কাঠের ছাই দিয়ে তৈরী পুতুল
ইংরেজ আমল থেকে তৈরী হওয়া ক্রোধ
রক্ত লেগে থাকা অভ্র
(
)
নদীর পার ভাঙলে
মানুষ হাহাকার করলেও
নদী মৃদ্যু হাসে
(
)
তথাকথিত ক্রোধ
ভাবনা কে বেত্রাঘাত করলে
নিয়তি সপুষ্পক উদ্ভিদে রূপান্তরিত হয়

2. সময় সাফল্য

—————————————————————

দুটো ছবি
মাঝখানে স্মৃতিচিহ্ন
একটা পুরানো পর্দা
দূর থেকে বাতাসে ভেসে আসা
সিগারেটের গন্ধ
নিকোটিন হাসে
ধোঁয়া প্রবেশ করে শরীরে
ছাই পড়ে থাকে তিনতলার নীচের মাটিতে
অভিশাপেরা মাথানত করে
আত্মাহুতি দেয়
কবন্ধ সময়

3. ত্রসরেনু

—————————————————
ভাঙা ছাত বেয়ে রোদ নামে
আমার দেহের ওপর
এভাবেই দুপুর ভাঙছে
বিকেল এসে ধরা দেয় বসন্তের কোকিল কে
প্রগাঢ় সন্ধ্যা ব্যাকরণ ভুলে যায়
তলপেটে বাসা বাঁধা কৃমি
পথ হারিয়ে গান্ধী টুপিতে আশ্রয় নেয়

********************************

স্বরূপ মুখার্জ্জী 
গ্রামবনপাড়া
পো:-  ঝিলু
ব্লক/থানামঙ্গলকোট
জেলাবর্ধমান

No comments:

Post a Comment