গৌর গোপাল সরকারের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, December 17, 2018

গৌর গোপাল সরকারের কবিতা

নবপ্রভাত

জড় থেকে প্রাণ,প্রাণ থেকে  মনের  জন্ম
দেহ তার বাহন,ভাব থেকে অভাব, অভাব
থেকে শূন্যতা জন্ম নেয় বারবার
প্রেমের নতুন মেঘ জন্ম  নেয়  নয়ন প্রীতি
থেকে, অঙ্কুর থেকে  উন্মাদ, এমনকি  মৃত্যু,।
সমুদ্রের জল  থেকে বাষ্প, বাষ্প থেকে  মেঘ,
মেঘ  থেকে বৃষ্টি,বৃষ্টি  থেকে শস্য শ্যামলা  পৃথিবী, অবিরাম অন্তহীন বষন, অবিরাম অন্তহীন শীত, অবিরাম অন্তহীন  বাতাস,
অবিরাম অন্তহীন কাল,অবিরাম অনুরাগ
থেকে ভালোবাসা,  ভালোবাসা  থেকে  মোহ,
মোহ  থেকে মৃত্যু।
পাথরের তলায় উঠে আসা কালো অমর একুশে জন্ম দেয় ভাষার, মেঘের গর্জনে অমাবস্যা  থেকে  অন্ধকার, অন্ধকার  থেকে  ভোরের  কোকিল সুর দেয় আলোকের উদ্ভাসনে,
সেখান হতে জন্ম নেয়  প্রভাত,
প্রতিদিন প্রভাতের উদয় নব প্রভাত।
নবপ্রভাত শিশু থেকে যৌবনে বসন্ত প্রেমে
শীতের ওড়না, গরমের  বা'  দরিয়ায় না'
নানা উপহার দেন  পাঠককে
বহু অজানা  কবির জন্মদাতা
অজানা রহস্যের বাহন।
নবপ্রভাত, প্রভাতে,প্র-ভাতে মনোলোভা।
নসকর, হোসেন  দুটি চোখ
নব প্রভাতের  প্রভাত হোক।

No comments:

Post a Comment