স্বপনকুমার বিজলীর ছড়া - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, December 17, 2018

স্বপনকুমার বিজলীর ছড়া


অঙ্ক খাতায় মেঘের ভেলা 



অঙ্ক নিয়ে যেই বসেছি দাওয়ায় মাদুর পেতে
চড়ুইগুলো উড়ছে তখন পাশের ধানের ক্ষেতে 
টুনির বাসা ডুমুর ডালে আছে দেখি ঝুলে 
এ সব দেখে অঙ্ক করার নিয়ম গেছি ভুলে ।

অমনোযোগ হচ্ছি আমি বুঝতে পেরে শেষে 
বই খাতা পেন নিয়ে বসি ঘরের ভিতর এসে 
চোখ চলে যায় জানলা দিয়ে বিলের শাপলা ফুলে 
পাপড়ি মেলে হাসছে ওরা উঠছে হাওয়ায় দুলে ।

ঝক্কি ভারি হল তো বেশ অঙ্ক হল না যে
খুব বকা কাল খেতে হবে ক্লাসে সবার মাঝে 
এবার ছুটে সিঁড়ি ভেঙে গিয়ে বসি ছাতে
অঙ্কগুলো করতে হবে , অল্প সময় হাতে ।

চেয়ে দেখি সাদা মেঘে নীল আকাশে ভেসে ----
বকের সাথে ডানা মেলে যাচ্ছে দূরের দেশে 
আর হলনা অঙ্ক করা, থাকবে ফাঁকা খাতা ? 
মেঘের ভেলা এঁকে দিলাম অমনি দু'তিন পাতা।
  .   .  .  .  .  . -------------------

স্বপনকুমার বিজলী 
জোকা, কলকাতা , 




1 comment: