চিরকুটের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, December 17, 2018

চিরকুটের কবিতা

যৌবন





এখন আর আকাশ থেকে ফুল পড়ে না
নদীর জল বিষাদের পাঁকে জর্জরিত
চাঁদের আলোয় কেউ গা ধোয় না
পড়ে থাকে বাঁশি কোন সে অন্দরে !

পাতার ফাঁকে রঙিন স্বপ্নেরা উকি দেয় ঠিকই
তবে কোথাও যেন মনোমালিন্য
ঝলসানো যৌবনের শেষ কুঁড়ি
বাস্তবের দরবারে মাথা কুটে মরে । 

আসলে নুনের দাম অনেক বেশি কাঁচা দেয়ালের ঘরে ।


ব্যর্থ প্রেম



একরাশ নিশ্ছিদ্র ধোঁয়ার মাঝে একটা নরম গোলাপ
কখন বিষিয়ে গেল !
টের পেলোনা কেউ । 

দুরন্ত রোদ্দুরের মতো আবিষ্কার করি
একটা জলজ্যান্ত আধপোড়া ভালোবাসা 
থকথকে কালো রক্ত ভিজিয়ে দেয় আমার সকাল সন্ধ্যা । 

গভীর রাত্তিরে নিদ্রার ভেতর এক ঝাপসা পথ বরাবর
দুইকুল ছাপিয়ে প্রেম এনে দেয়
আমার মেঘবালিকা । 
তোমার শহরে আমি বহমান এক ধূলিকণা হলেও
আমার গল্পে তুমিই নায়িকা । 


=======================


সুশান্ত কোড়া
প্রযত্নে নৃসিংহ ঘোষ
গুরুপল্লি পশ্চিম ( ভোডাফোন টাওয়ারের কাছে ) 
শান্তিনিকেতন বীরভূম




No comments:

Post a Comment