দুলাল সুরের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, December 17, 2018

দুলাল সুরের কবিতা



       নীল ক্যানভাস

          

মধুর সময়ের বয়ে যাওয়া জীবনের সুখ নির্যাস মিশ্রিত
তোমার আমার নিখাদ ভালবাসার গোপন অভিসারের
আলো আঁধারির নানা দৃশ্যাবলীর, বিজনে অন্তর প্রেমের
স্বপ্নময় রঙিন সুখস্মৃতির দিনযাপনের মুহূর্তগুলি
ভেসে ওঠে মানসপটে তার প্রতিচ্ছবি, যতনে ধরে রাখি
মোহময় নীল ক্যানভাসের অঙ্কনচিত্রে।

অকস্মাৎ অনাহুত দুঃখের বাসা বাঁধে সুখের নীড়ে
দুশ্চিন্তার কালো মেঘ ধেয়ে আসে দিগন্তে ডানা মেলে
নিস্পাপ ভালোবাসার অপমৃত্যু ঘটে তোমার মিথ্যা প্রেমের
ছলনাময় বঞ্চনা আর অবহেলার করাঘাতে।  
আশাহত বিরহ-ব্যাথায় যন্ত্রণা মিশ্রিত রক্তাক্ত হৃদয়ে
তোমার প্রত্যাবর্তনের আশায় এ মন আজও ভবিষ্যতের ছবি আঁকে।

=================================

  


দুলাল সুর –
শ্রীনগর ১ নং, মধ্যমগ্রাম, 
উত্তর ২৪ পরগনা,                                
কোলকাতা – ৭০০১২৯,           

          

No comments:

Post a Comment