সায়ন মোহন্তর কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, December 17, 2018

সায়ন মোহন্তর কবিতা



প্লাটফর্ম



প্লাটফর্মে বসে আছি
আপ ট্রেন এই স্টেশনে যাত্রী রাখছে
একটু ঘোরাঘুরির পর
ডাউন ট্রেন নিয়ে যাচ্ছে
সাইরেন বাজিয়ে হুশ করে গন্তব্যে ছুটছে ট্রেন
আমি একা প্লাটফর্মে বসে দেখছি
আর টুকরো টুকরো শব্দে ভিজছি -
আমার সামনে দাঁড়িয়ে থাকা মালগাড়িটার জানালা 
দিয়ে চালক বাইরে দেখছে ,
হয় তো আমাকেও
আমি এখনও প্লাটফর্মে বসে, 
দেখছি ট্রেনের তারে কাকের জটলা।

=======================

সায়ন মোহন্ত
চাষা পাড়া
কৃষ্ণনগর, নদিয়া-৭৪১১০১
চলভাষ - ৯৫৬৩৮১৯৪০১

No comments:

Post a Comment