প্লাটফর্ম
আপ ট্রেন এই স্টেশনে যাত্রী রাখছে
একটু ঘোরাঘুরির পর
ডাউন ট্রেন নিয়ে যাচ্ছে
সাইরেন বাজিয়ে হুশ করে গন্তব্যে ছুটছে ট্রেন
আমি একা প্লাটফর্মে বসে দেখছি
আর টুকরো টুকরো শব্দে ভিজছি -
আমার সামনে দাঁড়িয়ে থাকা মালগাড়িটার জানালা
দিয়ে চালক বাইরে দেখছে ,
হয় তো আমাকেও
আমি এখনও প্লাটফর্মে বসে,
দেখছি ট্রেনের তারে কাকের জটলা।
=======================
সায়ন মোহন্ত
চাষা পাড়া
কৃষ্ণনগর, নদিয়া-৭৪১১০১
চলভাষ - ৯৫৬৩৮১৯৪০১
No comments:
Post a Comment