নারায়ণ প্রসাদ জানার কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, December 17, 2018

নারায়ণ প্রসাদ জানার কবিতা


রাজার রাজা

এইতো আছিস চুপটিকরে
মাথা নামিয়ে বাধ্য হয়ে,
এমন করে থাকতে যদি
পারিস সারা জীবন ধরে,
তার সাথে ক্ষুধা-তৃষ্ণা ভুলে,
প্রতিবাদের মিছিলে না হেঁটে
রাম নামের জপ মালা ধরে।
অনশন করতে পারিস
ঘরের মধ্যে অন্তরালে,
বাঘের মত গর্জে উঠলে
জানবি তবে চলবে গুলি।
এইতো আছিস চুপটি করে
হাঁটুর মধ্যে মাথা গুঁজে,
এভাবেই কাটিয়ে দেনা
দশটা বছর নির্বিবাদে,
আমি জানবো আমিই সেরা
রাজার রাজা এই দেশেতে।

====================
নারায়ণ প্রসাদ জানা
গ্ৰাম+পোঃ-হাঁসচড়া
জেলা-পূর্ব মেদিনীপুর

No comments:

Post a Comment