চৌধুরী নাজির হোসেনের কবিতা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, December 17, 2018

চৌধুরী নাজির হোসেনের কবিতা


দেহাতি


এবং কিছু ছায়াশরীর
বিমূর্ত যন্ত্রণা, ওরা নাগরিক
ভাঙ্গা সাঁকো ধরে পারাপার
আজীবন, ডর লাগে পঞ্জিকার
পূবের কোণে সিঁদুরে মেঘ
কে যে ভেঙে দেয় খেলাঘর!
বেলা বাড়ে আতঙ্কের মতো
কপালেও ততোধিক বলিরেখা
―ওদের কোনো ঈশ্বর নাই
ওরাই ঈশ্বর আবহমানের
ওদের কোনো স্বদেশ নাই
ওরাই দেশ, ওরাই মহাপৃথিবী।
                  ――



রয়‍্যাল এনক্লেভ(সাউথ)
সেকেন্ড ফ্লোর, নং―২০৩.
২১ড: এ.এন.পাল লেন,
বালি : হাওড়া। 

No comments:

Post a Comment