জগবন্ধু হালদারের কবিতা : - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Monday, December 17, 2018

জগবন্ধু হালদারের কবিতা :


 একদিন হবে



রৌদ্র গাঢ় হলে তুমি ছুঁতে পারো চৌকাঠ
ধুনুচি, পিলসুজ, মন্ত্রপুত মালা
আর তালু ঘষে ঘষে আমার দেয়ালে
এঁকে দিতে পারো যা খুশি,
আগুনও জ্বালাতে পারো ইচ্ছে হলে

সলতে খুঁচিয়ে দিতে পারো

ঋতু কিংবা ঋতুস্রাব নিয়ে অহরহ
শালিশি সভায় দাঙ্গা বাধুক
কেটে নিক বিধি মেনে জিভ ও মগজ ওরা
পাতা ছিঁড়ে দিক মতে না মিললে

তুমি রক্তমাখা হাতে পদ্মের ঝুড়ি নিয়ে তবু
আমার বারান্দায় বসতে পারো
জেদে, বিশ্বাসে
সহস্র অন্য মুখ ও জিভ একদিন দেখো
শাস্ত্রের শেষ পাতা লিখবে......

1 comment: