Featured Post
নিবন্ধ ।। শুরু হোক সফল উদ্যোগ ।। বৈজয়ন্ত শ্রীমানী
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
ভারতবর্ষ এক বিপুল জন সংখ্যার দেশ। এখানে আছে শিক্ষিত যুব শক্তি। যা
দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে অগ্রনী ভূমিকা পালন করে থাকে। মিশ্র
অর্থনীতির এই দেশে যুবশক্তির একটা বড় অংশের প্রথম পছন্দ সরকারি চাকুরী।
কারণ এখানে চাকুরীর স্থায়ীত্বের নিশ্চয়তা আছে। কিন্তু ভারতবর্ষ বিশ্ব
অর্থনীতির সাথে তাল মিলিয়ে চলা শুরু করেছে।এর পরিণামে আগামীতে স্থায়ী
চাকুরী বলে কিছু আর থাকবে না। পি-পি-পি মডেল আরও বেশী গ্রহণ যোগ্য হয়ে
উঠবে।সরকারি প্রতিষ্ঠানগুলোতে বেসরকারি বিনিয়োগ হবে বা বৃদ্ধি পাবে। এর
ফলে অনেকেই কাজ হারাবে বা নতুন করে কাজ জোগাড় করতে ব্যর্থ হবে। স্কুল
লেভেলে তাই নতুন শিক্ষা পাঠক্রমের সূচনা করতে হবে। যা ছাত্রকে চাকুরীমুখী
না করে উদ্যোগ মুখি করে গড়ে তুলবে। একটা স্থানীয় সফল উদ্যোগ অনেক স্থানীয়
কর্ম সংস্থানের সৃষ্টি করবে। রোজকারের জন্য শহর মুখি হওয়ার পরিস্থিতি
থাকবে না। কোন বিশেষ অঞ্চলে জন বিস্ফোরণ হবে না। পরিবেশের একটা ভারসাম্য
থাকবে।
এখনও সমীক্ষা চালালে দেখা যাবে চাকুরীর আশায় যৌবনের মূল্যবান সময় নষ্ট
করে চলেছে একটি বড় অংশ। পরবর্তীতে ব্যর্থ মনোরথে সরকারকে গালাগালি দিয়ে
ব্যবসায় নামছে পূর্ব কোন ধারণা ছাড়াই। ব্যর্থ হচ্ছে অনেকেই। খবরে প্রকাশ
পূর্ব ধারণা ছাড়াই লোণ করে ব্যবসায় নেমে ব্যর্থ হওয়ার শতকরা হার 42 ।
মাধ্যমিক স্তর থেকেই ছাত্র ছাত্রীদের মনে উদ্যোগপতি হওয়ার বীজ বপন করতে
হবে। পাঠক্রমে উদ্যোগ বিষয়টা যুক্ত করতে হবে। দিতে হবে বাজার
অর্থনীতি, সমীক্ষার পাঠ। কিভাবে ঝুঁকি, নানা সমস্যার সফল মোকাবিলা করতে হবে
সে বিষয়ে ধারণা। সফল উদ্যোগীদের সঙ্গে পরিচয় করাতে হবে।
সফল উদ্যোগ, কৃষি ভিত্তিক উদ্যগ, শ্রম নীবিড় উদ্যোগের সফলতাই দিতে পারে
বেকারত্বের হাত থেকে মুক্তি।
---------------------------------------------------------------------------------------------------
বৈজয়ন্ত শ্রীমানী
কাঁটাল পাড়া ,নৈহাটি,উত্তর ২৪ পরগণা
- লিঙ্ক পান
- X
- ইমেল
- অন্যান্য অ্যাপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন