ছড়া ।। খোকার চিঠি ।। সুব্রত দাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, December 18, 2021

ছড়া ।। খোকার চিঠি ।। সুব্রত দাস

খোকার চিঠি 

সুব্রত দাস


পূজনীয়া মা সবার আগে 
আমার প্রণাম নিও,
তোমার স্নেহের আঁচলভরা 
অনেক আশীষ দিও!
কোথায় আছো কেমন আছো 
শরীর কেমন ভালো?
আমি বেজাই দুঃখে আছি
পাইনে খুশির আলো !
বড়দা ছুটি চাকরি ক'রেই
বৌদি বলেন ভুতো,
মন দিয়ে পড় আবোল তাবোল
করিস কেন ছুতো !
বিকেলবেলায় খেলার থেকে
ফিরলে দেরি করে,
ছোটকা বলে আচ্ছামতন
 ধোলাই দেবো ধরে !
সন্ধ্যেবেলা?, আর এক জ্বালা
হোম টিউটর এসে,
"অংক গুলো কষেছো তো"
বলবে হেসে হেসে !
ভাবটা এমন হয়তো খোকার
হয়নি পড়া আজ,
তবুও দেখো বার করে দাঁত
একটুও নেই লাজ !
তারপরে মা কানমলা চড়
গাট্টা খেতে খেতে,
চোখের পাতা উঠত দুটি
বেজায় ঘুমে মেতে !
হোমটাক্সের এর পাহাড় দিয়ে
হোম টিউটর গেলে,
তোমার ছবির সামনে দাঁড়ায়
বই খাতা সব ফেলে !
কী হাসিমুখ রইবে তুমি
আমার পানে চেয়ে !
তবুও কাছে আসবে না ছাই
কেমন দুষ্টু মেয়ে?
তোমার জন্যে কেঁদেই মরি
তবুও মাগো তুমি,
একবারটি কোলে নিয়ে
দাওনা কেন চুমি !
এইবেলা তাই রাখছি ব'লে
আজ না ফিরে এলে,
পালিয়ে যাব সত্যি সত্যি
ঘরবাড়ি সব ফেলে !
তখন যদি আসো ছুটে
বল হাসি মুখে,
আইরে খোকন সাতরাজাধন
আয়রে আমার বুকে,
পাবে না মা আমাকে তো
তখন কিছুতেই,
বৃথাই কেবল মরবে ছুটে
আমার পিছুতেই !!
-----------------------------
 
সুব্রত দাস, কেশবপল্লী,  ৩১/১, গোবিন্দ সেন রোড, 
পোস্টঃ  রামঘাট, গরিফা,  সূচক ৭৪৩১৬৬
জেলাঃ উত্তর ২৪ পরগণা পশ্চিমবঙ্গ

------------------------------------

No comments:

Post a Comment