Featured Post

প্রচ্ছদ, সম্পাদকীয় ও সূচিপত্র ।। ৮৬তম সংখ্যা ।। বৈশাখ ১৪৩২ এপ্রিল ২০২৫

ছবি
সম্পাদকীয় এই সংখ্যাটি বাংলা নববর্ষ বিষয়ক সংখ্যা। নৱৰ্ষকেন্দ্রিক বহু তথ্যপূর্ণ লেখা এই সংখ্যাটিকে সমৃদ্ধ করেছে। বাংলা নববর্ষ উদযাপনের ইতিহাস, রীতিনীতি, উৎসব, পার্বন, লোকাচার, রূপান্তর বহুবিধ বিষয় প্রকাশিত হয়েছে এই সংখ্যার লেখাগুলিতে। এই সংখ্যার বাছাই কিছু লেখার সঙ্গে আগামীতে আরও কিছু লেখা সংযুক্ত করে বাংলা নববর্ষ বিষয়ক একটি মুদ্রিত সংখ্যা প্রকাশ করার ইচ্ছে রইল।  সকলকে নববর্ষের আন্তরিক শুভকামনা জানাই। উৎসবে আনন্দে থাকুন, হানাহানিতে নয়। ধর্ম-ব্যবসায়ীদের চক্রান্ত ব্যর্থ করে সহনাগরিকের পাশে থাকুন। মনে রাখুন, ধর্মকে মানুষই সৃষ্টি করেছে। ঈশ্বর আল্লা গড ইত্যাদির জন্মদাতা মানুষই। মানুষকে ভালোবাসুন। মানুষের পাশে থাকুন।  নিরাশাহরণ নস্কর  সম্পাদক, নবপ্রভাত।  সূচিপত্র প্রবন্ধ-নিবন্ধ-স্মৃতিকথা পয়লা বৈশাখ ।। সিদ্ধার্থ সিংহ নববর্ষকেন্দ্রিক মেলা, পার্বন, উত্সব, লোকাচার ।। সবিতা রায় বিশ্বাস নববর্ষ আবাহন ভারতের বিভিন্ন রাজ্যে এবং বিভিন্ন দেশে ।। তুষার ভট্টাচার্য নববর্ষের সেকাল ও একাল ।। হিমাদ্রি শেখর দাস নববর্ষের হাল-হকিকৎ ।। শংকর ব্রহ্ম বোশেখি বাঙালি নাকি পোশাকি বাঙালি? ।। দিব্যেন্দু...

ছড়া ।। খোকার চিঠি ।। সুব্রত দাস

খোকার চিঠি 

সুব্রত দাস


পূজনীয়া মা সবার আগে 
আমার প্রণাম নিও,
তোমার স্নেহের আঁচলভরা 
অনেক আশীষ দিও!
কোথায় আছো কেমন আছো 
শরীর কেমন ভালো?
আমি বেজাই দুঃখে আছি
পাইনে খুশির আলো !
বড়দা ছুটি চাকরি ক'রেই
বৌদি বলেন ভুতো,
মন দিয়ে পড় আবোল তাবোল
করিস কেন ছুতো !
বিকেলবেলায় খেলার থেকে
ফিরলে দেরি করে,
ছোটকা বলে আচ্ছামতন
 ধোলাই দেবো ধরে !
সন্ধ্যেবেলা?, আর এক জ্বালা
হোম টিউটর এসে,
"অংক গুলো কষেছো তো"
বলবে হেসে হেসে !
ভাবটা এমন হয়তো খোকার
হয়নি পড়া আজ,
তবুও দেখো বার করে দাঁত
একটুও নেই লাজ !
তারপরে মা কানমলা চড়
গাট্টা খেতে খেতে,
চোখের পাতা উঠত দুটি
বেজায় ঘুমে মেতে !
হোমটাক্সের এর পাহাড় দিয়ে
হোম টিউটর গেলে,
তোমার ছবির সামনে দাঁড়ায়
বই খাতা সব ফেলে !
কী হাসিমুখ রইবে তুমি
আমার পানে চেয়ে !
তবুও কাছে আসবে না ছাই
কেমন দুষ্টু মেয়ে?
তোমার জন্যে কেঁদেই মরি
তবুও মাগো তুমি,
একবারটি কোলে নিয়ে
দাওনা কেন চুমি !
এইবেলা তাই রাখছি ব'লে
আজ না ফিরে এলে,
পালিয়ে যাব সত্যি সত্যি
ঘরবাড়ি সব ফেলে !
তখন যদি আসো ছুটে
বল হাসি মুখে,
আইরে খোকন সাতরাজাধন
আয়রে আমার বুকে,
পাবে না মা আমাকে তো
তখন কিছুতেই,
বৃথাই কেবল মরবে ছুটে
আমার পিছুতেই !!
-----------------------------
 
সুব্রত দাস, কেশবপল্লী,  ৩১/১, গোবিন্দ সেন রোড, 
পোস্টঃ  রামঘাট, গরিফা,  সূচক ৭৪৩১৬৬
জেলাঃ উত্তর ২৪ পরগণা পশ্চিমবঙ্গ

------------------------------------

মন্তব্যসমূহ

সূচিপত্র

আরও দেখান

জনপ্রিয় লেখা

প্রবন্ধ ।। লুপ্ত ও লুপ্তপ্রায় গ্রামীণ জীবিকা ।। শ্রীজিৎ জানা

লেখা-আহ্বান-বিজ্ঞপ্তি : মুদ্রিত নবপ্রভাত বইমেলা ২০২৫

প্রচ্ছদ।। ৮৩তম সংখ্যা ।। মাঘ ১৪৩১ জানুয়ারি ২০২৫ ।। প্রচ্ছদ ও সূচিপত্র

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮১তম সংখ্যা ।। অগ্রহায়ণ ১৪৩১ নভেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮৪তম সংখ্যা ।। ফাল্গুন ১৪৩১ ফেব্রুয়ারি ২০২৫

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮২তম সংখ্যা ।। পৌষ ১৪৩১ ডিসেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৭৯তম সংখ্যা ।। আশ্বিন ১৪৩১ সেপ্টেম্বর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। ৮০তম সংখ্যা ।। কার্তিক ১৪৩১ অক্টোবর ২০২৪

প্রচ্ছদ ও সূচিপত্র ।। নবপ্রভাত ৮৫ ।। চৈত্র ১৪৩১ মার্চ ২০২৫

সাহিত্যের মাটিতে এক বীজ : "ত্রয়ী কাব্য" -- সুনন্দ মন্ডল