কবিতা ।। অচল পয়সার মর্মকথা ।। জয়শ্রী সরকার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, December 18, 2021

কবিতা ।। অচল পয়সার মর্মকথা ।। জয়শ্রী সরকার

    

অচল পয়সার মর্মকথা

জয়শ্রী সরকার

            
অচল পয়সার অর্থ যদি আক্ষরিকেই হ'তো
এক নিমেষে হ'টেই যেত মনের কষ্ট যত ।
অচল পয়সা শুনলে পরেই মনটা কেমন করে
মা-বাবা আজ বৃদ্ধাবাসে ডুকরে কেঁদে মরে !

আদর-সোহাগ পেয়ে ছেলে আজ সে অনেক বড়
উড়তে শেখা ছেলের কাছে ওরাই জড়োসড়ো ।
সেদিনের সেই অচল পয়সা ছিল সচল কত
আজ যে ওরা খরচ-খাতায় ঠিক ফকিরের মতো!

অন্ধ বাবা ভিক্ষে করে সচল পয়সা আনতে ,
ইচ্ছে করে ? কারণটাকে একটুও কী জানতে !
পয়সা-কড়ি না আনলে যে জুটবে না তো খাবার
চোখের জলে বুক ভেসে যায় , সময় যে আজ ভাবার !

সংসারেতে অচল যারা তারাই যে আজ ব্রাত্য
মনের মধ্যে গুমরে কাঁদে অচল পয়সা আর্ত ।
সেই ট্র্যাডিশন আসবেই ফিরে , সন্তান হবে বৃদ্ধ
অচল পয়সার মর্মকথা ভেবেই হবে ঋদ্ধ !

তা বলি কী , ছোট্ট থেকেই মা-বাবার এই শিক্ষা
স্মরণ করো সারাজীবন , সেটাই হবে দীক্ষা ।
অচল ভেবে ওদেরকে আজ করলে অবহেলা
জীবনটা যে সুতোয় বাঁধা ভবের লীলাখেলা ! 

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^


      জয়শ্রী সরকার , 
      দিনান্তিকা , প্রেমবাজার , খড়গপুর ,
      পশ্চিম মেদিনীপুর , পশ্চিমবঙ্গ , ভারত।
      পিন নম্বর : ৭২১৩০৬



No comments:

Post a Comment