এ কোন পরিচয়
শংকর হালদার
কোন পথে ভাঙছো চড়াই, বেহেশত অনেক দূর
যে পথ আপনার ভাবো, বাঁক নিয়েছে সুদূর পানে
ভাবমূর্তি ভাবেই ভাঙে, ধর্মের লড়াই মূর্খামি
ক্ষমতায়ন কাঁদায় বসিয়ে, নীড়ে থাকা বিপন্ন প্রাণীর
নীরব অশ্রু অগ্নি নেভায়, সজন হারা জননী'র
যারা ধর্ম মোকাম মেনে চলে ফল্গুর একঘেয়েমি শাসন
এ কেমন নীতির বিষবাষ্প , যা ছড়িয়ে দেয় জনতার ভিড়ে
কেউ পথ বা ধর্ম ভুলে, মাপে আপন ছায়া ।
মনুষ্যত্বের অঞ্জলি দিয়ে, পাশবিকতার মন্থন
মগজে শব্দের তীব্রতা ঘিরে, গড়ে তোলে এক আন্দোলন ধর্মের অজুহাতে
ধর্ম তো তাকেই বলে, যাকে অবলম্বন করা যায়
দমন নয় ...
___________
শংকর হালদার
দাড়া, জয়নগর, দক্ষিণ চব্বিশ পরগণা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ, ৭৪৩৩৩৭
No comments:
Post a Comment