ছড়া ।। যখন আমি ।। বিদ্যুৎ মিশ্র - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, December 18, 2021

ছড়া ।। যখন আমি ।। বিদ্যুৎ মিশ্র


যখন আমি
বিদ্যুৎ মিশ্র

যখন আমি পাখি হবো মেলে দেবো ডানা 
দূর আকাশে উড়ে যাবো যতোই করো মানা।
সবুজ গাছে গড়ব বাসা বাবুই পাখির মতো
ফিরে তখন আসবো না আর আমায় ডাকো যতো।

যখন আমি মযুর হবো বৃষ্টি হলে দিনে
পেখম তুলে নাচবো যখন রেখো আমায় চিনে ।
যখন আমি হরিণ হবো বনের মাঝে একা
সবুজ সবুজ ঘাসের কাছে পাবে আমায় দেখা।

যখন আমি হনুর মতো ঘুরবো গাছের ডালে
দুষ্টুমিটা করবো হঠাৎ জানবেনা কোন তালে।
পাকা পাকা ফল গুলো সব একাই পেড়ে খাবো
রাতের বেলা জোনাক হয়ে আলো জ্বেলে যাবো।

যখন আমি হাঁসের মতো কাটবো সাঁতার জলে
দেখতে আমায় ইচ্ছে হলে তখন এসো চলে।
যখন আমি বাদল হয়ে মেঘের সাথে থাকি
নীল আকাশে ইচ্ছে মতো অনেক ছবি আঁকি ।

যখন আমি বৃষ্টি হবো সবুজ ধানের ক্ষেতে
অঝোর ধারায় নাইয়ে দেবো দেখবে পথে যেতে।
বৃষ্টি ফোঁটা স্রোতের সাথে মিশবো গিয়ে নদী
বয়ে যাবো দুরের গাঁয়ে সঙ্গে থাকো যদি।


সন্ধ্যা হয়ে যখন গাঁয়ে রাত্রি নেমে আসে
খোকা হয়ে তখন আমি আসবো তোমার পাসে।
যখন আমি নতুন রূপে থাকবো আমি মা'গো
তখনও কী আমার উপর এমনি করে রাগো ।
------------- 

Bidyut Mishra 
Kashipur, Purulia 
West Bengal 723132
Phone 7781942287

No comments:

Post a Comment