কবিতা ।। মেঘ ।। প্রশান্ত কুমার মণ্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, December 18, 2021

কবিতা ।। মেঘ ।। প্রশান্ত কুমার মণ্ডল

  মেঘ

প্রশান্ত কুমার মণ্ডল

 
সেদিন রাতে মেঘ হয়েছি
উড়ছি আকাশ জুড়ে
শরীর আমার মেঘে ঢাকা
ধোঁয়ার পালক মুড়ে।

হাওয়ার সাথে চলেছি দূরে
নতুন পরীর বেশে
বৃষ্টি হই বৃষ্টি ভরাই
অচিন পুরের দেশে।

মরুর দেশে সবার মনে
জাগাই এক স্বপ্ন
সবুজ হয়ে সবুজ ভরাই
সৃষ্টিতে থাকি মগ্ন।

মেঘের ডানা উড়িয়ে যাই
সবুজ যেথায় মরে
জলের শোকে মরছে যারা
ঝরবো তাদের ঘরে।

সকাল হলে মায়ের ডাকে
স্বপ্নে ভাসি তখন
বিছান তেই রয়েছি পড়ে
ঘুম ভাঙল যখন।
 
=====০০০=====
 
 প্রশান্ত কুমার মণ্ডল, ১নংদিঘীরপাড়, 
পো: ক্যানিং টাউন, জে:দ-২৪পরগনা, 
পিন:৭৪৩৩২৯

 

No comments:

Post a Comment