কবিতা ।। চেয়েছিলাম বলে ।। রণেশ রায় - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, December 18, 2021

কবিতা ।। চেয়েছিলাম বলে ।। রণেশ রায়

 

চেয়েছিলাম বলে 

রণেশ রায় 


ভালোবেসে, 

তোমায় আমি চেয়েছিলাম বলে, 

আমার সঙ্গে মিলে 

তুমি আমার দান সাগর হলে ।


তোমার অনুগ্রহে অনেক লোভে পড়ে 

জানলাম আমি দয়ার সাগর থাকে অনেক দূরে, 

আমার এই দীন বেশে 

অনেক খুঁজেও পেলাম না তাকে শেষে ।


পাহাড়ী ঝর্ণা কোথায় আসে নেমে 

নদীর জলে শিশির বিন্দু হয়ে?

চোখ বন্ধ দেখি না যে কিছু ,

জানি আমি তোমার সঙ্গ নিলে 

চলি আমি পিছু পিছু 

মিলি আমরা সাগর মোহনায় এলে।


জানি আমি, দান সাগর !

সে সামান্য কেউ নয়, 

মোহের ঘোরে মিলতে চাই তার সাথে 

সাধ্য কি আমার তাকে করব জয় !


জানি আমি ক্ষুদ্র আমি 

আমার যে হয় ক্ষয়,

কি দিয়ে বাঁধবো তাকে ?

করি আমি ভয়,

দান সাগরের নেই যে কোন লয় ।

No comments:

Post a Comment