কবিতা ।। শীতের মজা ।। আনন্দ বক্সী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, December 18, 2021

কবিতা ।। শীতের মজা ।। আনন্দ বক্সী



 
সে হইহই শীত এলে 
মনটা ওঠে গুনগুনিয়ে  গান গাই যে প্রাণ ঢেলে।

গরমের প্রকোপ শেষ 
হাঁসফাঁসানি বন্ধ সবার  দেহতে শীতাবেশ। 

ক্লাব হোক বা সে পাড়া 
চড়ুইভাতি-বনভোজনে  অনেকেই দেয় সাড়া।

নলেন গুড়ের ছোঁয়া 
প্রাণ ভরে যায় খেলে আসল  জয়নগরের মোয়া।

পায়েস-পিঠেপুলি 
পৌষ-পার্বণে আমরা তার  স্বাদ কী করে ভুলি।

খুশি খুশি মাঠ-ঘাট 
পালং-কপির সঙ্গে যেন  বন্ধুত্বটা নিপাট। 

শিশুর মজা অপার 
সান্তা আনে ঝোলা ভরে  সে নানান উপহার। 

আনন্দের বড়দিন 
চার্চ ভরে যায় প্রার্থনাতে  আজ যিশুর জন্মদিন। 

কী আলোর রোশনাই
ক্রিসমাসেতে ঐ পার্কস্ট্রিটের  যেদিকে তাকাই। 

দরজায় করে ফেরি 
শাল ও কম্বল নিয়ে এসে  বিক্রেতা কাশ্মীরি।

উদাসী হয় এ মন
বাউল গানের সুরে পেরোয়  পাহাড়, নদী ও বন।

জমে ক্রিকেট খেলা 
শীতের সাথে লিপ্ত এখন  কলকাতা বইমেলা।

কাছের দিঘা-পুরী 
যে পেয়েছে শীতের মজা  নেয় সে পুরোপুরি। 

==============

আনন্দ বক্সী

গ্রাম- বেলিয়াডাঙ্গা, ডাক-দক্ষিণ বারাশত, থানা-জয়নগর, জেলা-দক্ষিণ ২৪ পরগনা,সূচক ৭৪৩৩৭২।

No comments:

Post a Comment