বিজয়দিবসের কবিতাগুচ্ছ ।। বিচিত্র কুমার - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, December 18, 2021

বিজয়দিবসের কবিতাগুচ্ছ ।। বিচিত্র কুমার

 

বিজয়ের সুখ


দোয়েল পাখি মিষ্টি সুরে 
গাইছে সুখের গান,
নীল আকাশে বিজয় নিশান 
আসল খুশির বান।

শাপলা ফোটা নদ-নদীতে 
ছুটল স্রোতের ধারা,
নৌকার মাঝি উঠল হেসে 
আনন্দে আত্ম হারা। 

বাউল গায় একতারা হাতে 
কৃষক গায় মাঠে,
জয় পেয়েছি একাত্তরে 
বলছে শিশু পাঠে।


স্বাধীনতা খুঁজে পাই


স্বাধীনতা খুঁজে পাই শিশুর হাসিতে
স্বাধীনতা খুঁজে পাই রাখালের বাঁশিতে,
স্বাধীনতা খুঁজে পাই মুক্ত আকাশে
স্বাধীনতা খুঁজে পাই মুক্ত বাতাসে।

স্বাধীনতা খুঁজে পাই রঙধনুর সাত রঙে
স্বাধীনতা খুঁজে পাই নতুনকুঁড়ির নানা ঢঙ্গে,
স্বাধীনতা খুঁজে পাই পাখিদের গুঞ্জনে
স্বাধীনতা খুঁজে পাই ছড়া কবিতা গানে।

স্বাধীনতা খুঁজে পাই নকশীকাঁথায়
স্বাধীনতা খুঁজে পাই মুক্ত ভাষায়,
স্বাধীনতা খুঁজে পাই মুজিবের কবিতায়
স্বাধীনতা খুঁজে পাই উড়ন্ত পতাকায়।


স্বাধীন দেশের ছবি


খোকা এেঁকেছে রঙতুলিতে
স্বধীন দেশের ছবি,
পাক-হানাদার যাচ্ছে চলে
উদয় হচ্ছে রবি।

কৃষক-শ্রমিক গাইছে
দুঃখ-সুখের গান,
নীল আকাশে পাখিগুলো
জুড়ায় দেহপ্রাণ।

কেউবা উড়ায় বিজয় নিশান
কত না হেসে খেলে,
পাতি হাঁসেরা সাঁতার কাটে
ভেসে ভেসে জলে।


স্বাধীনতার গান


গাও রে তরুণ নওজোয়ান
স্বাধীনতার গান,
সরল মনে শপথ করি
এসো রাখব দেশের মান।

হাসবে শিশু স্বাধীন ভাবে
সুখের ছোঁয়া মনে,
স্নেহ-মায়ায় ভাসবে সবে
বাংলাদেশের গানে।

থাকবে নাকো কোন দেশে
দ্বন্দ্ব-কলহ ভাই,
পিতা-মাতা গুরুজন
আপন হবে সবাই।

গাও রে তরুণ নওজোয়ান
স্বাধীনতার গান,
ত্রিশলক্ষ বীর শহীদের 
রাখতে পারি সম্মান।

বিজয় মানে


বিজয় মানে মুখের হাসি
বিজয় মানে সুখ
বিজয় মানে একটা অর্জন 
বাঙালিদের মুখ।

বিজয় মানে উড়ন্ত পতাকা 
বিজয় মানে জয়
বিজয় মানে অধিকার 
ভূখণ্ড নিজের হয়।

বিজয় মানে একটি সাফল্য 
বিজয় মানে উল্লাস
বিজয় মানে বাঙালির 
স্বাধীন ভাবে বসবাস।
 
======০০০======

নামঃ বিচিত্র কুমার
গ্রামঃ খিহালী পশ্চিম পাড়া
পোস্টঃ আলতাফনগর
থানাঃ দুপচাঁচিয়া
জেলাঃ বগুড়া
দেশঃ বাংলাদেশ
মোবাইলঃ 01739872753

No comments:

Post a Comment