আজগুবি ছড়া ।। ভাগ্যধর হাজারী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, December 18, 2021

আজগুবি ছড়া ।। ভাগ্যধর হাজারী



রাম ছিল অযোধ্যা‌য়
ছাগলটা বঙ্গে--
রামছাগল হলো তারা
কি করে একসঙ্গে।

উট ভাবে চার পায়ে
কেমনে যে দৌড়াই--
দুই পায়ে দেব ছুট
উটপাখি হবো তাই।

পুষে ছিল কোন রাজা
হাঁস তার পুকুরে--
রাজহাঁস খুঁজে ম‍রে
পাগলটা দুপুরে ।

======০০০======


ভাগ্যধর হাজারী
      " প্রিয়দর্শী  "
20/সি,কে পি মুখার্জি রোড
দক্ষিণেশ্বর
কলকাতা-৭০০০৭৬



No comments:

Post a Comment