শীতের বাসর
সান্ত্বনা চ্যাটার্জি
শীতের বাসরে হিমেল আসরে,
দুরু দুরু বুকে আসে কে,
তাকায় সে আসে পাশে,
হয়েছে কি শেষ মন ভুলানিয়া বেলা।
তোমায় আমায় বাঁধা আশা-ঘর
ভেঙেছিল উল্লাসে , বাঁধ ভাঙা ঝড়,
নিদারুণ সন্ত্রাসে ,তছ নছ করে জলে জংগলে,
শহরে বা গ্রামে ছোটো ছোটো নীড় , মানুষ ও পাখির
বুক ভাঙা কান্নায় ভাসিয়ে এ চরাচর।
সরিয়ে দখিনা ঝড়-ঝঞ্ঝার,
উত্তর থেকে এসেছে বারতা,
নাচো উৎসবে জগ সংসার।
এমন হিমেল ভোরে ,নরম রদ্দুরে,
দূঃস্বপ্নের রাত গেছে কেটে এসেছে মিলন বেলা!
মন দেয়া নেয়া খেলা।।
শকুন্তলার হারানো আংটি এসেছে ফিরে।
মন মন্দিরে প্রেমের বাঁশী টি বেজে ওঠে সুরে,
শীতের বাসরে প্রনয় আসর হয়েছে শুরু।
দূরের আকাশে মেঘ ডাকে গুরু গুরু।।
No comments:
Post a Comment