কবিতা ।। সংখ্যার সিঁড়ি ।। অজিত কুমার জানা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, December 18, 2021

কবিতা ।। সংখ্যার সিঁড়ি ।। অজিত কুমার জানা

সংখ্যার সিঁড়ি 

অজিত কুমার জানা


সংখ্যার সিঁড়ি বেয়ে, 
উপরে উঠতে উঠতে-
ক্লান্ত সেকেন্ড মিনিটের হাত ধরে।
এভাবেই ঘন্টা দিন-
মাস,বছর, শতাব্দী,
তবুও শেষ হয় না সিঁড়ি।
জন্ম-মৃত্যুর স্ট্রেশন পেরিয়ে পেরিয়ে,
উপরে-উপরে-আরো উপরে- 
সময়ই শেষ কথা বলবে,
সংখ্যা তার হাত ধরে চলবে।

======০০০======

অজিত কুমার জানা 
গ্রাম +পোষ্ট-কোটরা থানা-শ্যামপুর, 
জেলা-হাওড়া, পিন-৭১১৩০১
পশ্চিমবঙ্গ। 


No comments:

Post a Comment