কবিতা ।। শূন্যবুক ।। সাইফুল ইসলাম - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, December 18, 2021

কবিতা ।। শূন্যবুক ।। সাইফুল ইসলাম


শূন্যবুক

সাইফুল ইসলাম


মাটির দেয়াল ঘিরে রাখা একখানি বাড়ি
আমগাছ,জামগাছ,সুপারি সারি সারি। 
কাক ডাকে,চড়ুই আসে, আসে পায়রার দল
মেটেবক কিছু আসে,সাথে কিছু ধবল। 
ছেলেপুলে নাতি-নাতনি যেন তারকারাজি
কথায় কথায় খেলাচ্ছলে ধরতে থাকে বাজি। 
মিলেমিশে থাকে ওরা, ভুলে দ্বিধাদ্বন্দ্ব
যা কিছু হারায়,যায় যাবে যাক, মনে নেই সন্দ। 
গাছ-পাখি আর মানুষ মিলে সবকিছু পরিপূর্ণ
শুধু মা নেই বলে,এত বড়ো বাড়ি একেবারে শূন্য
 
--------------------------------------------------------------
 
 
 
সাইফুল ইসলাম
বর্দ্ধন পাড়া
ডাকঘর-পঞ্চহর
জেলা -বীরভূম
পিন-৭৩১২২১

No comments:

Post a Comment