কবিতা ।। প্রবণতা ।। সুধাংশুরঞ্জন সাহা - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, December 18, 2021

কবিতা ।। প্রবণতা ।। সুধাংশুরঞ্জন সাহা



বিকেল আর গোধূলি মুখোমুখি হয় রোজ।
গোধূলি নয়, একটি মাত্র বিকেল চাই আমার।
হেমন্তের একটি বিকেল।
বাতাসে মিহি শীতের প্রবণতা মেখে
যতদূর চোখ যায়
নগ্নপায়ে হেঁটে যেতে চাই,
হলুদ সর্ষে খেতের আল বেয়ে।
সর্ষে ফুল হাতে নিয়ে পরখ করতে চাই
ফেলে আসা শৈশবের আদিগন্ত হাতছানি।
যেখানে লুকিয়ে আছে বেঁচে থাকার বীজমন্ত্র,
জীবনের ছায়াপথ।
 
++++++++++++++++++
 
 
 
 
সুধাংশুরঞ্জন সাহা
৫৭/৬এ/২ সন্তোষ রায় রোড
শিবম অ্যাপার্টমেন্টস
কলকাতা - ৭০০০০৮


No comments:

Post a Comment