কবিতা ।। আরোগ্য উপকথা ।। সুদীপ কুমার চক্রবর্তী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, December 18, 2021

কবিতা ।। আরোগ্য উপকথা ।। সুদীপ কুমার চক্রবর্তী




আরোগ্যের ইশারায় জ্বলে উঠেছে সন্ধ্যাতারা।
দিনমানের ইচ্ছাগুলো এখনও সুদূর আকাশে অন্তর্লীন।
কৃষিকথার আসর বসেছে বেতারে - ফিরে এসেছে আমাদের পুরনো শস্যের দিন।
যুবতী কিন্নরির উচ্ছ্বল হাসির প্রতিধ্বনিতে জেগে উঠছে এক প্রাণচঞ্চল শহর।
বাজার হাট দোকান রেস্তোরা এই অরন্যের দিনরাত্রি সব দাঁড়িয়ে দুয়ারে দুয়ারে।
রুমালি রুটির গন্ধে ম ম করছে ক্ষুধাতুর বাতাস।

ফেরি চলাচল শুরু হয়ে গেছে -
মেঘের মোহনা থেকে দূরে আমরা এখন স্বপ্নের বিচিত্র বন্দরে।
আরণ্যক হয়ে মিশে যাচ্ছি ক্রমশ সভ্যতার জঙ্গলে জঙ্গলে  - একটার পর একটা ছাউনি পেরিয়ে চলেছি আরোগ্যের বর্ণাশ্রমে।

ওখানের পথে প্রান্তরে শুরু হয়ে গেছে 
বনজ্যোৎসনার মায়াবী কার্নিভাল।
মঞ্চ উপস্থাপনায় শোনা যাচ্ছে এক আশ্চর্য চার্বাক দর্শন।
আমরা ফিরছি একে একে সুশ্রুতের প্রাচীন পর্ণকুঠিরে 
ওখানেই  আমাদের লৌকিক আরোগ্যের বর্ণাঢ্য আয়োজন।
 
_____________________________________
 
Sudip Kumar Chakraborty, Joyanti, Gazipur, Howrah 711413.

No comments:

Post a Comment