দুটি কবিতা ।। রথীন পার্থ মণ্ডল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

Breaking

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Saturday, December 18, 2021

দুটি কবিতা ।। রথীন পার্থ মণ্ডল


 না লেখা


না হয় একটু বেশীই দিলাম
না হয় তার কিছুটা ঠিকঠাক
বাকিটা অকারণ... 

আর মায়ের শীতলপাটি আঁচল
আমার বাবার শাসনসিক্ত ছায়া
আর আমাদের খুনসুটি...

ইচ্ছে করে না লেখা পাতাগুলো এমনই থাক।
সবকিছুই কি লেখা যায় বলো? 
কিছু শ্রাবণ থাক না জমে... 

ধারাপাতে স্মৃতির ধুলো। 

আফতাব অ্যাভিনিউ


আজও বয়ে চলে আফতাব অ্যাভিনিউ
নদী হয়ে বুকে 
অথবা রক্তস্রোতে 
জানতে পারে না কেউ... 
পায়ে পায়ে সাজে কত গল্পের চলা
মুখে মুখে বাজে কত দিবসের বলা
কত প্রেম, কত বিচ্ছেদ 
কত বন্ধুতা, কত বিপ্লব 
সাজিয়ে দিয়েছে জীবনের হরবোলা... 
শুধু জানতে পারে না কেউ 
বন্ধুর মত, বন্ধুর যাতায়াতেও
আজও বয়ে চলে আফতাব অ্যাভিনিউ...
 
 ========000========
 

                       
 
 
 
 
 
 
 
রথীন পার্থ মণ্ডল
শশীভূষণ বোস রোড
রাধানগর পাড়া 
পূর্ব বর্ধমান 
৭১৩১০১

        

No comments:

Post a Comment